২২ ক্যারেট সোনা দিয়ে তৈরি হল মোদি-যোগী রাখি, দাম শুনলে অবাক হবেন

Last Updated:

২২ ক্যারেট সোনায় তৈরি হয়েছে এই রাখি ৷ বাজারে আসার সঙ্গে সঙ্গে হট কেকের মতো বিক্রিও হচ্ছে এই রাখি ৷ তবে সোনার এই মোদি-যোগী রাখির দাম শুনলে কিন্তু চোখ কপালে উঠবে আপনার ৷

#সুরাত: আগামিকাল রাখি বন্ধন ৷ আর সেই উপলক্ষ্যেই তৈরি হল সোনার রাখি ৷ তবে এই রাখির চমক অন্য জায়গায় ৷ খাঁটি সোনায় তৈরি এই রাখিতে খোদাই করা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ৷ রয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছবিও ৷ বাদ যাননি গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানির ছবিও ৷ এই রাখির তৈরি হয়েছে ভারতের হিরের রাজধানী, গুজরাতের সুরাতে ৷
২২ ক্যারেট সোনায় তৈরি হয়েছে এই রাখি ৷ বাজারে আসার সঙ্গে সঙ্গে হট কেকের মতো বিক্রিও হচ্ছে এই রাখি ৷ তবে সোনার এই মোদি-যোগী রাখির দাম শুনলে কিন্তু চোখ কপালে উঠবে আপনার ৷ ৫০ হাজার থেকে ৭০ হাজার টাকায় সুরাতের একটি গহনার দোকানে দেদার বিকোচ্ছে এই রাখি ৷ ওই দোকানের তরফে প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে এই ধরনের ৫০টি রাখি তৈরি করা হয়েছে ৷ অবশ্য নমোর পাশাপাশি এই তালিকায় রয়েছেন যোগী ও রুপানিও ৷ দোকান কর্তৃপক্ষ জানিায়েছেন, এই ৩ নেতা দেশের জন্য অনেক ভাল ভাল কাজ করেছেন ৷ তাই এই রাখির মাধ্যমে তাঁদেরকে কৃতজ্ঞতা জানানো হয়েছে ৷ ইতিমধ্যেই ৪৭টি বিক্রি হয়ে গিয়েছে বলেও জানান কর্তৃপক্ষ ৷
advertisement
advertisement
তবে শুধু সোনার রাখিই নয়, রাখি পূর্ণিমা উপলক্ষ্যে ২২ ক্যারেট সোনার লাড্ডুও বিক্রি হচ্ছে সুরাতে ৷ এই লাড্ডুর দাম প্রতি কেজি ৯ হাজার টাকা ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
২২ ক্যারেট সোনা দিয়ে তৈরি হল মোদি-যোগী রাখি, দাম শুনলে অবাক হবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement