২২ ক্যারেট সোনা দিয়ে তৈরি হল মোদি-যোগী রাখি, দাম শুনলে অবাক হবেন

Last Updated:

২২ ক্যারেট সোনায় তৈরি হয়েছে এই রাখি ৷ বাজারে আসার সঙ্গে সঙ্গে হট কেকের মতো বিক্রিও হচ্ছে এই রাখি ৷ তবে সোনার এই মোদি-যোগী রাখির দাম শুনলে কিন্তু চোখ কপালে উঠবে আপনার ৷

#সুরাত: আগামিকাল রাখি বন্ধন ৷ আর সেই উপলক্ষ্যেই তৈরি হল সোনার রাখি ৷ তবে এই রাখির চমক অন্য জায়গায় ৷ খাঁটি সোনায় তৈরি এই রাখিতে খোদাই করা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ৷ রয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছবিও ৷ বাদ যাননি গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানির ছবিও ৷ এই রাখির তৈরি হয়েছে ভারতের হিরের রাজধানী, গুজরাতের সুরাতে ৷
২২ ক্যারেট সোনায় তৈরি হয়েছে এই রাখি ৷ বাজারে আসার সঙ্গে সঙ্গে হট কেকের মতো বিক্রিও হচ্ছে এই রাখি ৷ তবে সোনার এই মোদি-যোগী রাখির দাম শুনলে কিন্তু চোখ কপালে উঠবে আপনার ৷ ৫০ হাজার থেকে ৭০ হাজার টাকায় সুরাতের একটি গহনার দোকানে দেদার বিকোচ্ছে এই রাখি ৷ ওই দোকানের তরফে প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে এই ধরনের ৫০টি রাখি তৈরি করা হয়েছে ৷ অবশ্য নমোর পাশাপাশি এই তালিকায় রয়েছেন যোগী ও রুপানিও ৷ দোকান কর্তৃপক্ষ জানিায়েছেন, এই ৩ নেতা দেশের জন্য অনেক ভাল ভাল কাজ করেছেন ৷ তাই এই রাখির মাধ্যমে তাঁদেরকে কৃতজ্ঞতা জানানো হয়েছে ৷ ইতিমধ্যেই ৪৭টি বিক্রি হয়ে গিয়েছে বলেও জানান কর্তৃপক্ষ ৷
advertisement
advertisement
তবে শুধু সোনার রাখিই নয়, রাখি পূর্ণিমা উপলক্ষ্যে ২২ ক্যারেট সোনার লাড্ডুও বিক্রি হচ্ছে সুরাতে ৷ এই লাড্ডুর দাম প্রতি কেজি ৯ হাজার টাকা ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
২২ ক্যারেট সোনা দিয়ে তৈরি হল মোদি-যোগী রাখি, দাম শুনলে অবাক হবেন
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement