দু’দিনের চিন সফরে যাচ্ছেন মোদি, এ বার কি দু’দেশের মধ্যে বরফ গলবে?

Last Updated:
#নয়াদিল্লি: চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে দু’দিনের সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবারও কি বেজিংয়ের সঙ্গে নয়াদিল্লির সু-সম্পর্ক স্থাপন হতে চলেছে ? ডোকলামের সংঘাতকালীন মরসুমের সেই বাহুবলী বিদেশনীতি থেকে সরে এসে এখন মেরামতের কূটনীতির পথেই কী হাঁটতে চাইছেন মোদি ? চিনা প্রেসিডেন্টের আমন্ত্রণ বার্তা উড়ে আসার পর এমনটাই ইঙ্গিত কূটনৈতিক মহলে ৷ ইতিমধ্যেই চিনে সফররত ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। আর এ বার সেদেশে যাবেন খোদ প্রধানমন্ত্রী।
আজ রবিবার সুষমা স্বরাজকে সঙ্গে নিয়ে যৌথ সাংবাদিক সম্মেলন করলেন চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই। সেখানেই তিনি মোদির চিন সফরের কথা জানালেন। এ মাসের ২৭ ও ২৮ তারিখ তিনি চিনের উহানে থাকবেন। এই সফরে দু’‌দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করতে চিনা প্রেসিডেন্টের সঙ্গে ঘরোয়া বৈঠক করবেন মোদি । এখনও অবধি জানা যাচ্ছে, এই হাই প্রোফাইল বৈঠকটি অনুষ্ঠিত হতে চলেছে চিনের হুয়ানে ৷ মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর এই নিয়ে চতুর্থবার চিনে যাচ্ছেন ।
advertisement
এদিন আট দেশের বিদেশমন্ত্রীদের নিয়ে শুরু হতে চলা দু’‌দিনের সাংহাই কো–অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দেন সুষমা স্বরাজ। এই মুহূর্তে দু’‌দেশের উত্তপ্ত সম্পর্কের মধ্যে সুষমার এই চীন সফর খুবই গুরুত্বপূর্ণ । তারপর আবার মোদির সফর রয়েছে । কূটনৈতিকদের মতে, দু’‌দেশের সম্পর্ক মজবুত করতে এই সফর দু’টি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতে চলেছে ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দু’দিনের চিন সফরে যাচ্ছেন মোদি, এ বার কি দু’দেশের মধ্যে বরফ গলবে?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement