Narendra Modi: মোদির হাতেই প্রাণপ্রতিষ্ঠা, জানুয়ারিতেই রামমন্দিরের উদ্বোধন, সামনে এল তারিখ

Last Updated:

ট্রাস্টের তরফে জানানো হয়েছে যে, আগামী ২২ জানুয়ারি, ২০২৪ রাম জন্মভূমি মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই শ্রী রামলল্লার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করবেন। প্রসঙ্গত, ২০২০ সালের ৫ অগাস্ট মোদিই অযোধ্যার রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন৷

নয়াদিল্লি: অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এদিন নিজের X হ্যান্ডেলে নিজেই সেই কথা জানালেন তিনি৷ লিখলেন, ‘আমি নিজেকে খুব ধন্য মনে করছি৷ এটা আমার সৌভাগ্য যে নিজের জীবদ্দশায় এমন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পারব৷’
এদিন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্যেরা নয়াদিল্লিতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন এবং মন্দিরের উদ্বোধনে (প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে) তাঁকে আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের আমন্ত্রণ গ্রহণ করেছেন।
advertisement
advertisement
ট্রাস্টের তরফে জানানো হয়েছে যে, আগামী ২২ জানুয়ারি, ২০২৪ রাম জন্মভূমি মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই শ্রী রামলল্লার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করবেন। প্রসঙ্গত, ২০২০ সালের ৫ অগাস্ট মোদিই অযোধ্যার রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন৷
advertisement
advertisement
আরও পড়ুন:স্কুলের বইয়ে ‘ইন্ডিয়া’র বদলে ‘ভারত’? মোদির সরকারের বিরুদ্ধে তুমুল সমালোচনা ব্রাত্য বসুর
আগেই রাম টেম্পল কনস্ট্রাকশন কমিটির চেয়ারপার্সন নৃপেন্দ্র মিশ্রা জানিয়েছিলেন, প্রস্তাবিত তিন তলা রামমন্দিরের একতলার অংশের কাজ এই ডিসেম্বরের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে৷ মোদির সঙ্গে সাক্ষাতের পরে শ্রী রাম জন্মভূমি ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই নিশ্চিত করে জানিয়েছেন যে, আগামী ২২ জানুয়ারি, ২০২৪ তারিখেই অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহে রামের মূর্তি প্রতিষ্ঠিত হবে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi: মোদির হাতেই প্রাণপ্রতিষ্ঠা, জানুয়ারিতেই রামমন্দিরের উদ্বোধন, সামনে এল তারিখ
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement