হোম /খবর /দেশ /
NMACC-র পথচলা শুরু, প্রশংসা করে নীতা আম্বানিকে চিঠি লিখলেন নরেন্দ্র মোদি

PM Modi lauds Nita Ambani: NMACC-র পথচলা শুরু, প্রশংসা করে নীতা আম্বানিকে চিঠি লিখলেন নরেন্দ্র মোদি

নীতা আম্বানিকে চিঠি পাঠালেন মোদি

নীতা আম্বানিকে চিঠি পাঠালেন মোদি

PM Modi lauds Nita Ambani: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি NMACC-র উদ্বোধনে উপস্থিত না থাকলেও বিশেষ চিঠি পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন আম্বানিদের।

  • Share this:

নয়াদিল্লি: ভারতের প্রথম বিশ্বমানের ভিজ্যুয়াল আর্টস প্রদর্শন কেন্দ্র তার পথচলা শুরু হল গত শনিবার৷ এই প্রতিষ্ঠানের নাম দেওয়া হয়েছে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার৷ মুম্বইয়ের বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সে তৈরি করা হয়েছে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি NMACC-র উদ্বোধনে উপস্থিত না থাকলেও বিশেষ চিঠি পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন আম্বানিদের।

নীতা আম্বানিকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, 'মুম্বইতে NMACC-র উদ্বোধনের জন্য অনেক শুভেচ্ছা। এই সাংস্কৃতিক সেন্টারের সঙ্গে জড়িত সবাইকে আমার অভিনন্দন। ভারতীয় শিল্প ও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নীতা আম্বানিজি ও তাঁর পরিবারের উদ্যোগ প্রশংসনীয়।' ভারতের শিল্প কলাকে বিশ্বের সামনে মেলে ধরার সেরা মঞ্চ হতে চলেছে এই প্রতিষ্ঠান৷ গত শনি ও রবিবার দু'দিন ধরে তারকাখচিত অনুষ্ঠানের মাধ্যমে এই সেন্টারের উদ্বোধন করা হল। উপস্থিত ছিলেন দেশ-বিদেশের অতিথিরা।

মোদির চিঠি মোদির চিঠি

আরও পড়ুন: ভোট এলেই মমতার পায়ে কী হয়! বিস্ফোরক দাবি শুভেন্দুর! ফিরে এল নন্দীগ্রাম-স্মৃতি

নীতা আম্বানির মতে, শিল্পী এবং দর্শক-উভয়ের জন্যই সর্বোত্তম মঞ্চ হতে চলেছে নতুন এই প্রতিষ্ঠান৷ বিশ্বমানের পরিকাঠামোয় সবাই যাতে শিল্প প্রদর্শিত করতে পারে, নতুন এই প্রতিষ্ঠানের লক্ষ্য সেটাই বলে জানান নীতা আম্বানি৷ নীতা আম্বানি বলেন, 'আমি মনে করি আমাদের এই মঞ্চ ভারত তথা গোটা বিশ্বের প্রতিভাকে প্রস্ফূটিত করবে এবং অনুপ্রেরণা জোগাবে৷' তিনি মনে করেন, 'ভারতীয় শিল্পকে সংরক্ষণ এবং মেলে ধরার জন্য আমাদের যে প্রতিশ্রুতি, নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার (এনএমএসিসি)৷'

আরও পড়ুন: দেশ-বিদেশের তারকাদের চাঁদের হাট, গ্র্যান্ড ওপেনিং নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের

এনএমএসিসি নীতা আম্বানির স্বপ্নের প্রকল্প৷ ভারতের স্থানীয় কলা, শিল্পকে মেলে ধরার জন্য ভারতীয় শিল্পীদের ইউরোপ অথবা আমেরিকার থেকে ভাল পরিকাঠামো তৈরি করে দেওয়াই ছিল নীতা আম্বানির স্বপ্ন৷ চার তলা এনএমএসিসি-র ভবনে সব মিলিয়ে প্রদর্শনীর জন্য এবং তিনটি প্রেক্ষাগৃহ মিলিয়ে ১৬ হাজার বর্গ ফুট জায়গা রয়েছে৷ এর পাশাপাশি ২০০০ আসন বিশিষ্ট একটি বিশাল প্রেক্ষাগৃহ রয়েছে এনএমএসিসি-তে৷ যার প্রধান আকর্ষণ পদ্মাকৃতি একটি বিশাল ঝাঁড়বাতি৷

Published by:Raima Chakraborty
First published:

Tags: Narendra Modi, Nita Ambani