PM Modi on Kargil Vijay Diwas: 'আমরা তাঁদের ত্যাগ ও বলিদান মনে রাখব', কার্গিল বিজয় দিবসে শহিদ-স্মরণে প্রধানমন্ত্রী
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
কার্গিল বিজয় দিবস উপলক্ষে এদিন শহিদদের স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( PM Modi on Kargil Vijay Diwas)।
#নয়াদিল্লি: ১৯৯৯ সালে জম্মু-কাশ্মীরের কার্গিলে ভারত-পাকিস্তান যুদ্ধের ২২ বছর পূর্ণ হল সোমবার (Kargil Vijay Diwas 2021)। কার্গিল বিজয় দিবস উপলক্ষে এদিন শহিদদের স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( PM Modi on Kargil Vijay Diwas)। পাকিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছিল ভারত, তবে সেই যুদ্ধে প্রাণ গিয়েছিল একাধিক ভারতীয় জওয়ানের। তাঁদের এই বীরত্ব, শৌর্য ও সাহসই প্রতিদিন ভারতীয় নাগরিকদের অনুপ্রেরণা দেয়। এদিন ট্যুইটে শহিদদের প্রতি সম্মান জানানোর পাশাপাশি, গত বছর তাঁর মন কি বাত-এর একটি ছোট রেকর্ডিংও শেয়ার করেছেন নরেন্দ্র মোদি।
সোমবার ট্যুইটে মোদি লিখেছেন, 'আমরা তাঁদের ত্যাগকে স্মরণ করি, আমরা তাঁদের শৌর্যকে স্মরণ করি। আজ কার্গিল বিজয় দিবসে দেশকে রক্ষার করার জন্য কার্গিলের সমস্ত শহিদদের আমি সম্মান জানাই। তাঁদের সাহস প্রতিদিন আমাদের অনুপ্রেরণা দেয়। গত বছরের মন কি বাতের একটি অংশ শেয়ার করছি।' ২৬ জুলাই, ১৯৯৯ সালে ভারতীয় সেনা পাকিস্তানকে কার্গিলের যুদ্ধে পরাজিত করেছিল। তখন থেকেই এই দিনটিকে বিশেষ সম্মান দিয়ে কার্গিল বিজয় দিবস হিসেবে পালন করা হয়। কার্গিলের ওই অপারেশনের নাম সেই সময় রাখা হয়েছিল, অপারেশন বিজয়।
advertisement
We remember their sacrifices. We remember their valour. Today, on Kargil Vijay Diwas we pay homage to all those who lost their lives in Kargil protecting our nation. Their bravery motivates us every single day. Also sharing an excerpt from last year’s ’Mann Ki Baat.’ pic.twitter.com/jC42es8OLz
— Narendra Modi (@narendramodi) July 26, 2021
advertisement
advertisement
কার্গিল বিজয় দিবসের আগের দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর 'মন কি বাত'-এ দেশবাসীকে অনুরোধ করেছিলেন শহিদদের স্মরণ করার জন্য। ভারতের এই ঐতিহাসিক দিনের কথা মনে করি মোিদ জানিয়েছিলেন, কার্গিলের যুদ্ধ দেশের সেনার নিয়মানুবর্তিতা ও শৌর্যের প্রতীক, যা গোটা বিশ্ব দেখেছে। ভারত এই দিনটিকে 'অমরুত মহোৎসব' হিসেবে উদযাপন করবে। লাদাখের দ্রাসে এদিন কার্গিলের শহিদদের সম্মান জানান রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতও।
advertisement
কার্গিলে ভারতীয় নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানি জওয়ানদের ঘাঁটি সরাতে অপারেশন বিজয় করেছিলেন ভারতীয় সেনারা। ১৯৯৯ সালের মে থেকে জুলাই মাসে জম্মু-কাশ্মীরের কার্গিলের নিয়ন্ত্রণরেখায় যুদ্ধ হয়েছিল ভারত-পাকিস্তানের। ভারতের প্রায় ৫২৭ জনের মৃত্যু হয়েছিল যুদ্ধে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 26, 2021 9:56 AM IST