গান্ধি জয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন মোদির, দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর বিশেষ 'আবদার'

Last Updated:

PM Modi Pay Homage At Rajghat: রাষ্টসংঘের মহাসচিব একটি অসাধারণ ছবি পোস্ট করলেন গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে।

#নয়াদিল্লি: আজ ২রা অক্টোবর, গোটা দেশে আজকের দিনটি গান্ধি জয়ন্তী হিসাবে উদযাপিত হয়। এই বিশেষ দিন উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাধারণ মানুষ থেকে শুরু করে রাষ্ট্রনেতা, প্রত্যেকেই মহাত্মা গান্ধীকে স্মরণ করেন।
আজকের দিনে আবারও তাঁর অহিংসা পথ অনুসরণ করার সংকল্প গ্রহণ করেন অনেকেই। এমনকী গোটা বিশ্ব এই বিশেষ দিনটিকে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে পালন করা হয়। এবারও সারা বিশ্বে এই দিন পালিত হচ্ছে। এই উপলক্ষ্যে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস একটি বিশেষ বার্তা টুইট করেছেন।
আরও পড়ুন- কানপুরে গাড়ি দুর্ঘটনায় মৃতদের বেশিরভাগ শিশু ও মহিলা, শোকপ্রকাশ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর
আন্তোনিও গুতেরেস তাঁর টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, 'আন্তর্জাতিক অহিংসা দিবস উপলক্ষে আমরা মহাত্মা গান্ধির জন্মদিন উদযাপন করছি। আমরা তাঁর শান্তি, শ্রদ্ধা এবং অহিংসার মূল্যবোধকে স্মরণ করছি। এই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে আমরা উদযাপন করি। এই মূল্যবোধগুলোকে অবলম্বন করে আমরা আজকের বিশ্বে শান্তি প্রতিষ্ঠার চ্যালেঞ্জ জিততে পারি।
advertisement
advertisement
advertisement
গান্ধি জয়ন্তীতে তাঁকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি টুইট করেছেন, 'গান্ধি জয়ন্তীতে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা। এই গান্ধী জয়ন্তী স্পেশাল, কারণ ভারত স্বাধীনতার অমৃত মহোৎসব উদযাপন করছে। সর্বদা বাপুর আদর্শ অনুসরণ করুন। আমি আপনাদের সকলকে গান্ধীজির প্রতি শ্রদ্ধা জানাতে খাদি এবং হস্তশিল্পের পণ্য কেনার অনুরোধ করছি।'
দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও জাতির জনক মহাত্মা গান্ধিকে স্মরণ করে দেশকে বার্তা দিয়েছেন। তিনি টুইট করেছেন, 'আমি মহাত্মা গান্ধির ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সমস্ত দেশবাসীর পক্ষ থেকে জাতির পিতাকে শ্রদ্ধা জানাচ্ছি।'
advertisement
জাতির জনক মহাত্মা গান্ধির ১৫৩ তম জন্মবার্ষিকীতে আজ রাজঘাটে সর্বধর্ম প্রার্থনার আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখর, প্রধানমন্ত্রী মোদী ও অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী এবং অতিথিরা। আজ সারাদেশে নানা কর্মসূচির আয়োজন করা হচ্ছে। মহাত্মা গান্ধির প্রতি শ্রদ্ধআর্ঘ নিবেদন করেন কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধি।
বাংলা খবর/ খবর/দেশ/
গান্ধি জয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন মোদির, দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর বিশেষ 'আবদার'
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement