জাতীয় পতাকার সঙ্গে রংমিলান্তি পাগড়িতে, স্বাধীনতা দিবসে নয়া সাজ মোদির
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
২০২০ সালে গেরুয়ার উপর ঘিয়ে রঙের কাজ করা পাগড়ি পরেছিলেন মোদি। তার আগের বছর মোদির মাথায় ছিল নানা রঙের পাগড়ি। ২০১৪ সালে প্রথম বার প্রধানমন্ত্রী হিসেবে দেশের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন তিনি।
#নয়াদিল্লি: 'হর ঘর তেরঙ্গা', প্রতি ঘরে জাতীয় পতাকার তিন রং। স্বাধীনতার ৭৬ বছর পূর্তিতে দেশবাসীকে এই প্রকল্পে শরিক ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৫ অগাস্ট, স্বাধীনতা দিবসের দিন নিজেও তিন রঙে সেজে উঠলেন প্রধানমন্ত্রী। মবার দিল্লির লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশে ভাষণের সময়ে দেখা গেল তাঁর সম্পূর্ণ সাজ।
প্রধানমন্ত্রীর মাথায় ছিল বিশেষ পাগড়ি। যাতে জাতীয় পতাকার তিন রং শামিল। সঙ্গে সাদা কুর্তা এবং নীল জ্যাকেট পরেছেন মোদি। ২০১৪ সাল থেকে নরেন্দ্র মোদি স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস এবং অন্যান্য বিশেষ অনুষ্ঠানে পাগড়ি পরার ঐতিহ্য প্রতিষ্ঠা করেছেন। গত বছর মোদি গেরুয়া রঙের উপর লাল রঙের কাজ করা পাগড়ি মাথায় তুলেছিলেন।
advertisement
#WATCH PM Narendra Modi hoists the National Flag at Red Fort on the 76th Independence Day pic.twitter.com/VmOUDyf7Ho
— ANI (@ANI) August 15, 2022
advertisement
২০২০ সালে গেরুয়ার উপর ঘিয়ে রঙের কাজ করা পাগড়ি পরেছিলেন মোদি। তার আগের বছর মোদির মাথায় ছিল নানা রঙের পাগড়ি। ২০১৪ সালে প্রথম বার প্রধানমন্ত্রী হিসেবে দেশের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন তিনি। সে বার লাল রঙের যোধপুরী পাগড়ি ছিল তাঁর মাথায়। ২০১৫ সালে গাঢ় হলুদের উপর নানা রঙের কাজ, ২০১৬-তে হলুদ-গোলাপির মিশ্রণ ছিল। ২০১৭ সালে মোদি পরেছিলেন লাল-হলুদ পাগড়ি। ২০১৮ সালে গেরুয়া রং বেছে নিয়েছিলেন তিনি।
advertisement
এ বার একেবারে নতুন সাজে দেশবাসীর কাছে ধরা দিলেন প্রধানমন্ত্রী। দেশ জুড়ে অমৃত মহোৎসবের ঘোষণা হয়েছে এ বার। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই তার ঘোষণা করেন।
advertisement
এ বছর ৭৬তম স্বাধীনতা দিবসে এবার কেন্দ্রের তরফে আরও একটি বিশেষ কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছে, যার আওতায় সরকারি ভবন-সহ ২০ কোটি বাড়ির মাথায় জাতীয় পতাকা ওড়ানোর সংকল্প গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে এই আন্দোলনের শরিক হওয়ার জন্য আবেদন করেছেন নিজে। কেন্দ্রের বিশেষ এই কর্মসূচিরই নাম রাখা হয়েছে 'হর ঘর তেরঙ্গা'।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 15, 2022 11:00 AM IST