এক রাষ্ট্র, এক উর্দি! স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে পুলিশের অভিন্ন পোশাক নিয়ে মোদির সওয়াল
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
তবে তিনি এও বলেছেন, এক রাষ্ট্র, এক উর্দির পরামর্শটি শুধুই একটি পরামর্শ৷ জোর করে চাপিয়ে দেওয়া নয়৷
#নয়াদিল্লি: পুলিশের পোশাক নিয়ে নয়া উদ্যোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷ দেশের সব রাজ্যের পুলিশবাহিনীর জন্য একই রকম উর্দির সওয়াল প্রধানমন্ত্রীর৷ শুক্রবার হরিয়ানার প্রশাসনিক বৈঠকে তিনি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন৷
প্রধানমন্ত্রী শুক্রবার জানান, আইনশৃঙ্খলার বিষয়টি এখন শুধুমাত্র একটি রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয়। অপরাধ আন্তর্জাতিক হয়ে উঠছে। তবে তিনি এও বলেছেন, এক রাষ্ট্র, এক উর্দির পরামর্শটি শুধুই একটি পরামর্শ৷ জোর করে চাপিয়ে দেওয়া নয়৷ অপরাধ এবং অপরাধীদের মোকাবিলায় রাজ্যগুলির মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতারও পরামর্শ দেন। তিনি মনে করেন সারাদেশে পুলিশের পরিচয় অভিন্ন হতে পারে।
advertisement
advertisement
অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখে শোনা গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা। মোদিকে মহান দেশপ্রেমিক বলে উল্লেখ করলেন পুতিন। তাঁর কথায় সারা বিশ্বেই ভারতের ভূমিকা ক্রমশ বড় হচ্ছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 28, 2022 3:11 PM IST