‘বদলা নিয়েছি!,’ পহেলগাঁওয়ের পরে প্রতিজ্ঞা নিয়েছিলেন..‘মহাদেবের কৃপায়’ সফল হয়েছেন, কাশীতে দাঁড়িয়ে বললেন মোদি
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর হামলার বদলা নিয়েছে ভারতীয় সেনা। শনিবার, সন্ত্রাসবিরোধী অভিযান 'অপারেশন সিঁদুরের'-এর সাফল্য নিয়ে লোকসভা কেন্দ্র বারাণসীতে দাঁড়িয়ে এই কথাই জানালেন নরেন্দ্র মোদি।
কাশী: পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর হামলার বদলা নিয়েছে ভারতীয় সেনা। শনিবার, সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুরের’-এর সাফল্য নিয়ে লোকসভা কেন্দ্র বারাণসীতে দাঁড়িয়ে এই কথাই জানালেন নরেন্দ্র মোদি।
গত ২২ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন পর্যটক। পাকিস্তানের জঙ্গি সংগঠন লশকর-ই-তইবার ছায়া সংগঠন ‘দ্য রেজিসট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) প্রাথমিক ভাবে এই ঘটনার দায় স্বীকার করে নেয়। এরপরেই জঙ্গিদের নিকেশ করতে অপারশন ‘সিঁদুর’ শুরু করে ভারতীয় সেনা।
#WATCH | Varanasi, UP: Prime Minister Narendra Modi says, “This is the first time I have come to Kashi after Operation Sindoor. 26 innocent civilians were mercilessly killed by terrorists in Pahalgam… My heart was full of sorrow… I had pledged to take revenge for my… pic.twitter.com/wtCpNiKIyd
— ANI (@ANI) August 2, 2025
advertisement
advertisement
এই প্রসঙ্গেই প্রধানমন্ত্রী মোদি বলেন, “অপারশন সিঁদুরের পরে এই প্রথম আমি কাশীতে এলাম। পহেলগামে ২৬ জন নিরীহ পর্যটককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমার দেশের মেয়েদের সিঁদুরের বদলা নেওয়ার শপথ নিই। মহাদেবের আশীর্বাদে তাতেও সফল হয়েছি।”
advertisement
এরপরেই তিনি বলেন, “আমি এই সাফল্য মহাদেবের চরণে অর্পণ করছি।”
শনিবার বারাণসীতে মোট ৫২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মোদি। প্রকল্পে ব্যয় হবে ২, ১৮৩,৪৫ কোটি টাকা। প্রধানমন্ত্রীর এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ দুই উপমুখ্যমন্ত্রী।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 02, 2025 2:01 PM IST