PM Modi Cabinet : 'ঝুঁকিপূর্ণ' সংস্কারের পথে নরেন্দ্র মোদি! নতুন মুখদের আরও গুরুত্ব মন্ত্রিসভায়...

Last Updated:

সূত্রের খবর, সাম্প্রতিক মন্ত্রিসভায় (PM Modi Cabinet) রদবদল ও সম্প্রসারণের কারণে যেসব মন্ত্রীদের রাতারাতি ইস্তফা দিতে বলা হয়েছিল, তাতেই সম্পর্কে চিড় ধরেছে নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং প্রবীণ নেতাদের মধ্যে।

এখন বেশিরভাগ কমিটিতেই তুলে আনা হল নতুনদের। মন্ত্রিত্ব খুইয়ে ক্যাবিনেট কমিটি থেকে বাদ পড়লেন রবি শংকর প্রসাদ ও প্রকাশ জাভড়েকর মতো নেতারা। যেমন- ক্যাবিনেট কমিটি অন পলিটিক্যাল আফেয়ার্স বা রাজনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটিতে প্রথমবার জায়গা পেলেন ভূপেন্দ্র যাদব, গিরিরাজ সিং, বীরেন্দ্রকুমার, অর্জুন মুন্ডা, সর্বানন্দ সোনোয়াল এবং মনসুখভাই মন্ডবিয়া।
বিনিয়োগ ও অগ্রগতি বিষয়ক সিনেট কমিটির সদস্য করা হল জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, নারায়ণ রানে ও অশ্বিনী বৈষ্ণবকে। অন্যদিকে, সংসদ বিষয়ক ক্যাবিনেট কমিটি থেকে বাদ পড়লেন রবিশঙ্কর প্রসাদ ও প্রকাশ জাভড়েকর। তাঁদের জায়গায় সদস্য করা হল অনুরাগ ঠাকুর এবং কিরণ রিজুজুকে। ক্যাবিনেট কমিটি অফ স্কিল বা দক্ষতা বিষয়ক ক্যাবিনেট কমিটির সদস্য করা হল ভূপেন্দ্র যাদব, আরসিপি সিং, অশ্বিনী বৈষ্ণব, জি কিষান রেড্ডিদের।
advertisement
advertisement
বিশেষজ্ঞ মহলের মত - মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণের পর নতুন মুখদের আরও বেশি গুরুত্ব দিতে চাইছেন নরেন্দ্র মোদি সেই কারণেই ক্যাবিনেট কমিটি ঢেলে সাজানো হল। যদিও স্বাভাবিক নিয়মেই এই রদবদলের প্রয়োজন ছিল যাঁরা ক্যাবিনেট মন্ত্রিত্ব হারিয়েছেন তাঁদের কমিটি থেকে সরে যেতেই হত কিন্তু যেভাবে নতুন মন্ত্রীদের গুরুত্ব দিয়ে উপরের সারিতে তুলে আনা হলো তা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
PM Modi Cabinet : 'ঝুঁকিপূর্ণ' সংস্কারের পথে নরেন্দ্র মোদি! নতুন মুখদের আরও গুরুত্ব মন্ত্রিসভায়...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement