Narendra Modi: তৃতীয় মেয়াদে জয়ের পর প্রথম বিদেশ সফর, G7 সামিটে যোগ দিতে ইতালি যাচ্ছেন মোদি, বৈঠক করবেন বাইডেনের সঙ্গে
- Published by:Pooja Basu
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
সামিটে আউটরিচ কান্ট্রি হিসেবে ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছে। উপস্থিত থাকছে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ইতালি, জাপান এবং ফ্রান্সের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন।
নয়াদিল্লি: ১৩ এবং ১৪ জুন ইতালিতে শুরু হচ্ছে G7 শীর্ষ সম্মেলন। সেখানে যোগ দিতে আজ বৃহস্পতিবার ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টানা তৃতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর মোদির এটাই প্রথম বিদেশ সফর হতে চলেছে।
সামিটে আউটরিচ কান্ট্রি হিসেবে ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছে। উপস্থিত থাকছে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ইতালি, জাপান এবং ফ্রান্সের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন।
শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন-সহ G7 নেতাদের সঙ্গে মোদি দ্বিপাক্ষিক বৈঠকে বসতে পারেন বলে জানা গিয়েছে। বুধবার মার্কিন মুলুকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানও তেমনই ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন, ইতালিতে G7 শীর্ষ সম্মেলনের পর বাইডেন ও মোদি “একে অপরের মুখোমুখি হতে পারেন”।
advertisement
advertisement
মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে G7 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইতালি যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে থাকা সাংবাদিকদের সুলিভান বলেন, “প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর (বাইডেন) দেখা হবে বলে আশা করা হচ্ছে। আনুষ্ঠানিকভাবে গোটাটাই ভারতীয়দের উপর নির্ভর করছে। তবে আমাদের প্রত্যাশা হল, দুজন একে অপরের মুখোমুখি হওয়ার সুযোগ পাবেন। তবে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না, কারণ সময় খুব কম”।
advertisement
অন্য দিকে ভারতের বিদেশ সচিব বিনয় মোহন কোয়াত্রা নয়াদিল্লিতে সাংবাদিকদের জানিয়েছেন, মোদি টানা তৃতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার প্রথম বিদেশ সফরে ইতালি যাবেন। প্রধানমন্ত্রীর সফরের আগে ইতালিতে খালিস্তানি দলগুলো গান্ধী মূর্তি ভাংচুর করেছে। মূর্তির গায়ে হরদীপ সিং নিজ্জরের নাম বিতর্কিত স্লোগানও লেখা হয়। বিষয়টা ইতালি সরকারকে জানানো হয়েছে।
সাংবাদিক সম্মেলনে বিনয় বলেন, “মহাত্মা গান্ধীর মূর্তি ভাংচুর নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে আমাদের। পুরো রিপোর্ট আমরা দেখেছি। ইতালি কর্তৃপক্ষের কাছে তা পাঠানো হয়েছে। এই বিষয়ে ইতালি সরকার ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে”। মোদি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও দেখা করবেন বলে নিশ্চিত করেছেন বিনয়। তবে দ্বিপাক্ষিক এবং অন্য নেতাদের সঙ্গে বৈঠক নিয়ে এখনও কাজ চলছে বলে জানিয়েছেন তিনি। এয়ার ফোর্স ওয়ান-এ সুলিভান সাংবাদিকদের বলেছেন, নির্বাচনের ফলাফল এবং তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য প্যারিসে থাকাকালীন বাইডেন ফোনে মোদির সঙ্গে কথা বলেছেন এবং অভিনন্দন জানিয়েছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 13, 2024 12:23 PM IST