'নেতাজির স্বপ্ন আমরা পূরণ করতে পারিনি'

Last Updated:
#নয়াদিল্লি: ভারতের স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদান রয়েছে নেতাজির আজাদ হিন্দ ফৌজের । নেতাজির নেতৃত্বে গড়ে ওঠা সেই আজাদ হিন্দ সরকারের ৭৫তম বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
advertisement
আজাদ হিন্দ সরকারের ভূমিকাকে সম্মান জানিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী । নেতাজি এমন এক স্বাধীন ভারতের স্বপ্ন দেখেছিলেন যেখানে প্রত্যেকটি মানুষের সমান সুযোগ ও অধিকার রয়েছে । দেশের ইতিহাস, ঐতিহ্যকে যথাযথ সম্মান করেই নেতাজী এক নতুন ভারত গড়ে তোলার ডাক দিয়েছিলেন । সমস্ত বিভেদের রাজনীতির থেকে দূরে এক ঐক্যবদ্ধ রাষ্ট্র গড়ে তোলার ডাক দিয়েছিলেন তিনি কিন্তু তাঁর সেই স্বপ্ন এখনও পর্যন্ত পূরণ হয়নি, লালকেল্লায় বার্তা দিয়েছেন মোদি । তিনি জানিয়েছেন এই স্বরাজের জন্য অজস্র মানুষ আত্মত্যাগ করেছেন ও আমাদের কর্তব্য হল সেই ত্যাগের মহিমাকে অক্ষুণ্ণ রাখা ।
advertisement
advertisement
এর পাশাপাশি পুলিশ মেমোরিয়ালের উদ্বোধনও করেন মোদি । জওয়ানদের ভূমিকাকে কুর্ণিশ জানিয়ে মোদি বলেছেন তাঁদের সাহসিকতা, দেশের প্রতি সেবাপরায়ণতা ব্যতীত দেশ সম্পূর্ণ অচল তাই প্রত্যেকেরই উচিৎ তাঁদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা । এছাড়াও ১৯৫৯ সালে লাদাখের হট স্প্রিং-এ চিন সৈন্যদের সঙ্গে সংঘর্ষে শহীদ হয়েছিলেন ১০ জন পুলিশকর্মী । তাঁদেরকেও শ্রদ্ধা জানিয়েছেন মোদি ।
বাংলা খবর/ খবর/দেশ/
'নেতাজির স্বপ্ন আমরা পূরণ করতে পারিনি'
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement