'নেতাজির স্বপ্ন আমরা পূরণ করতে পারিনি'

Last Updated:
#নয়াদিল্লি: ভারতের স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদান রয়েছে নেতাজির আজাদ হিন্দ ফৌজের । নেতাজির নেতৃত্বে গড়ে ওঠা সেই আজাদ হিন্দ সরকারের ৭৫তম বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
advertisement
আজাদ হিন্দ সরকারের ভূমিকাকে সম্মান জানিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী । নেতাজি এমন এক স্বাধীন ভারতের স্বপ্ন দেখেছিলেন যেখানে প্রত্যেকটি মানুষের সমান সুযোগ ও অধিকার রয়েছে । দেশের ইতিহাস, ঐতিহ্যকে যথাযথ সম্মান করেই নেতাজী এক নতুন ভারত গড়ে তোলার ডাক দিয়েছিলেন । সমস্ত বিভেদের রাজনীতির থেকে দূরে এক ঐক্যবদ্ধ রাষ্ট্র গড়ে তোলার ডাক দিয়েছিলেন তিনি কিন্তু তাঁর সেই স্বপ্ন এখনও পর্যন্ত পূরণ হয়নি, লালকেল্লায় বার্তা দিয়েছেন মোদি । তিনি জানিয়েছেন এই স্বরাজের জন্য অজস্র মানুষ আত্মত্যাগ করেছেন ও আমাদের কর্তব্য হল সেই ত্যাগের মহিমাকে অক্ষুণ্ণ রাখা ।
advertisement
advertisement
এর পাশাপাশি পুলিশ মেমোরিয়ালের উদ্বোধনও করেন মোদি । জওয়ানদের ভূমিকাকে কুর্ণিশ জানিয়ে মোদি বলেছেন তাঁদের সাহসিকতা, দেশের প্রতি সেবাপরায়ণতা ব্যতীত দেশ সম্পূর্ণ অচল তাই প্রত্যেকেরই উচিৎ তাঁদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা । এছাড়াও ১৯৫৯ সালে লাদাখের হট স্প্রিং-এ চিন সৈন্যদের সঙ্গে সংঘর্ষে শহীদ হয়েছিলেন ১০ জন পুলিশকর্মী । তাঁদেরকেও শ্রদ্ধা জানিয়েছেন মোদি ।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'নেতাজির স্বপ্ন আমরা পূরণ করতে পারিনি'
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement