জম্মু-কাশ্মীর সরকারকে সব রকম সহযোগিতার আশ্বাস মোদির

Last Updated:

এদিন বৈঠকে নরেন্দ্র মোদি কাশ্মীরে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন ৷ বৈঠকের পর পিএমও জিতেন্দ্র সিং এমনটাই জানিয়েছেন ৷

#শ্রীনগর: বুরহান ওয়ানির মৃত্যু ঘিরে অশান্ত কাশ্মীর। হিজবুল কমান্ডারের মৃত্যুর প্রতিবাদে কাশ্মীর জুড়েই বিক্ষোভ দেখায় অসংখ্য মানুষ। কুলগাঁও এবং অনন্তনাগ জেলায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে নিহত অন্তত ৩০ জন ৷ আহত সাতশোর বেশি নিরাপত্তারক্ষীও। উপত্যকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী ৷ চার দেশের সফর সেরে দেশে ফিরেই মঙ্গলবার সকালে উচ্চপর্যায়ের বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
এদিন বৈঠকে নরেন্দ্র মোদি কাশ্মীরে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন ৷ বৈঠকের পর পিএমও জিতেন্দ্র সিং এমনটাই জানিয়েছেন ৷ মোদি জানান যে হিজাবুল মুজাহিদ্দিন জঙ্গির মৃত্যুতে প্রতিবাদ জানাতে গিয়ে নিরাপরাধ সাধারণ মানুষ যেন আক্রান্ত না হয় ৷ ঘটনার চারদিন পরও অশান্ত উপত্যকা ৷ এখনও চলছে বিক্ষোভ ৷
পরিস্থিতি মোকাবিলায় কাশ্মীরজুড়ে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। উপত্যকাজুড়েই জারি হাইঅ্যালার্ট।
advertisement
advertisement
ঘটনার জেরে দু’দিন স্থগিত রাখা হয়েছিল অমরনাথ যাত্রা ৷ বিভিন্ন জায়গায় আটকে পড়েন অমরনাথ যাত্রীরা ৷ তবে ফের তা চালু হওয়াতে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ৷
জিতেন্দ্র সিং আরও জানিয়েছেন যে বৈঠকে জম্মু-কাশ্মীরের সরকারকে এই পরিস্থিতির মোকাবিলা করতে সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন মোদি ৷
অন্যদিকে, বিরোধী দল মোদি সরকারকে কটাক্ষ করে জানিয়েছেন যে তারা কাশ্মীরের ঘটনায় পদক্ষেপ নিতে অনেক দেরি করে দিয়েছেন ৷
advertisement
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ৷ কাশ্মীরের উত্তপ্ত পরিস্থিতির জন্য নিজের আমেরিকা সফর বাতিল করেছেন তিনি ৷
বাংলা খবর/ খবর/দেশ/
জম্মু-কাশ্মীর সরকারকে সব রকম সহযোগিতার আশ্বাস মোদির
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement