Plastic Road: প্লাস্টিক দিয়ে রাস্তা! আদৌ সম্ভব? বিরাট উদ্যোগ নিচ্ছে এই পুরসভা

Last Updated:

Plastic Road: ডেপুটি কমিশনার জানান প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি রাস্তা টেকসই হবে

বিরাট উদ্যোগ নিচ্ছে এই পুরসভা
বিরাট উদ্যোগ নিচ্ছে এই পুরসভা
চলতি বছর পরিবেশ দিবসে প্লাস্টিক থেকে পৃথিবীকে নিষ্কৃতি দেওয়ার আহ্বান জানান হয়েছে। কিন্তু আদৌ তা সম্ভব কি না তা নিয়েই উঠছে প্রশ্ন। এই পরিস্থিতিতে বিহারের পূর্ণিয়া জেলায় প্লাস্টিক বর্জ্য থেকে সড়ক তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। পূর্ণিয়া মিউনিসিপ্যাল কর্পোরেশন এই বিষয়ে প্রস্তুতিও শুরু করেছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে শেডিং মেশিনও এসে গিয়েছে, যা বর্জ্য প্লাস্টিক টুকরো টুকরো করে ফেলবে।
জানা গিয়েছে রাস্তা পিচ ঢালাইয়ের কাজে প্লাস্টিক বর্জ্যকে আলকাতরার সঙ্গে মিশিয়ে ব্যবহার করা হবে। পূর্ণিয়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডেপুটি কমিশনার দীননাথ বলেন, ‘এটি নতুন প্রযুক্তি। যে প্লাস্টিক বর্জ্য আমরা তৈরি করছি, তা টুকরো করে আলকাতরার সঙ্গে মিশিয়ে রাস্তা তৈরি হবে। তবে এই বর্জ্য প্লাস্টিক সীমিত পরিমাণে ব্যবহার করা হবে।’
advertisement
ডেপুটি কমিশনার জানান, প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি রাস্তা টেকসই হবে। কারণ প্লাস্টিক সহজে নষ্ট হয় না। ফলে রাস্তাও সহজে ভাঙবে না। পূর্ণিয়ায় এই প্রযুক্তি সম্পূর্ণ নতুন। প্রশাসন সূত্রে দাবি করা হয়েছে, এই নতুন কৌশল ব্যবহার করে পরিবেশে প্লাস্টিকের দূষণ বন্ধ করার জন্য যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। মনে করা হচ্ছে, সঠিক ভাবে কার্যকর করা গেলে এতে অনেকাংশে হ্রাস পাবে দূষণ। ডেপুটি কমিশনার দীননাথ বলেন, ‘আমরা পূর্ণিয়াকে জঞ্জালমুক্ত, প্লাস্টিকমুক্ত করার প্রস্তুতি নিচ্ছি। যত দ্রুত সম্ভব প্লাস্টিক ব্যবহার করে রাস্তা তৈরি করা হবে।’
advertisement
একই তথ্য দিয়ে, পূর্ণিয়া কর্পোরেশনের সিটি ম্যানেজার শেখর কুমার বলেন, ‘কাজ প্রায় শুরু হয়ে গিয়েছে বলা যায়। কারণ ইতিমধ্যেই প্রয়োজনীয় যন্ত্র আমদানি করা হয়েছে। বাকি কাজও শীঘ্রই শুরু হয়ে যাবে।’
এই খবরে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে। বেশিরভাগ মানুষই খুশি প্লাস্টিক কোনও কাজে লাগবে ভেবে। কিন্তু অনেকেই সন্দিহান রাস্তার ভবিষ্যৎ নিয়ে।
advertisement
তবে প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, এই প্রযুক্তিতে তৈরি রাস্তা আরও মজবুত হবে এবং বর্ষাকালে ভাঙবে কম। শীঘ্রই এর উপকার বুঝবেন পূর্ণিয়ার মানুষ।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Plastic Road: প্লাস্টিক দিয়ে রাস্তা! আদৌ সম্ভব? বিরাট উদ্যোগ নিচ্ছে এই পুরসভা
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement