Plane Crash: আকাশ থেকে মুখ থুবড়ে মাটিতে পড়ল যুদ্ধবিমান! দাউদাউ জ্বলে গেল, দেখুন ভাইরাল ভিডিও
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Plane Crash: আগ্রার সোঙ্গা গ্রামের একটি খোলা মাঠে বিমানটিকে জ্বলতে দেখা যায়। সেই ফুটেজ ভাইরাল হয়।
আগ্রা: আগ্রায় ভয়ঙ্কর দুর্ঘটনা! মুখ থুবড়ে পড়ল ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান! মাটিতে পড়া মাত্রই দাউদাউ করে জ্বলে যায় MiG-29 যুদ্ধবিমান। সূত্রের খবর, আগ্রার কাছে একটি সিস্টেমের ত্রুটির সম্মুখীন হওয়ার পরেই বিমানটি বিধ্বস্ত হয়েছে। তবে, পাইলট বিমান থেকে নিরাপদে বের হয়ে যান। আগ্রার সোঙ্গা গ্রামের একটি খোলা মাঠে বিমানটিকে জ্বলতে দেখা যায়। সেই ফুটেজ ভাইরাল হয়। জ্বলন্ত বিমান থেকে কয়েক ফুট দূরে ভিড় জমে যায়।
#Breaking A MiG-29 fighter jet has crashed near Agra, Uttar Pradesh. The pilot has ejected from the plane. The plane had taken off from Adampur in Punjab and was en route to Agra for an exercise when the incident happened. More details awaited. Court of Inquiry to be ordered. pic.twitter.com/DUHiiHhVmM
— Sanjay Jha (@JhaSanjay07) November 4, 2024
advertisement
advertisement
ভারতীয় বায়ুসেনা এক বিবৃতিতে বলেছে, "আইএএফ-এর একটি মিগ-২৯ বিমান আজ একটি নিয়মিত প্রশিক্ষণের সময় আগ্রার কাছে দুর্ঘটনার কবলে পড়ে। সিস্টেমটি ত্রুটির সম্মুখীন হয়। বিমানটির জন্য কোনও ক্ষয়ক্ষতি হয়নি। প্রাকৃতিক সম্পদও নষ্ট হয়নি। নিরাপদে এটিকে বের করার আগে দুর্ঘটনার কারণ খুঁজে বের করার জন্য IAF দ্বারা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।"
advertisement
আরও পড়ুন- নাভিতে করুন এই ‘ম্যাজিক’..! ত্বকে ফিরবে জেল্লা, নারীত্বে জোয়ার, বাড়বে হজমশক্তি! জানুন পদ্ধতি
মিগ-২৯, ন্যাটোর নাম Fulcrum এবং ভারতীয় নাম Baaz। সোভিয়েত রাশিয়ায় উদ্ভূত একটি এয়ার সুপিরিওরিটি ফাইটার জেট। এটি আনুষ্ঠানিকভাবে 1987 সালে ভারতীয় বিমান বাহিনীর অন্তর্ভুক্ত হয়েছিল। তাদের তুলনামূলকভাবে নিরাপদ ট্র্যাক রেকর্ড রয়েছে।

advertisement
ফাইটার জেটের আপগ্রেডেড সংস্করণ - MiG-29 UPG। দুই মাসের মধ্যে এটি দ্বিতীয় মিগ-২৯ দুর্ঘটনা। এর আগে সেপ্টেম্বরে, একটি মিগ-২৯ রাজস্থানের বারমেরে একটি নিয়মিত রাতের যাত্রার সময় প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয় এবং দুর্ঘটনা ঘটে।
আগ্রার কাছে MiG-29 মুখ থুবড়ে পরলে পাইলট নিরাপদে বেরিয়ে আসেন। আগ্রার খোলা মাঠে বিমানটি আগুনে পুড়তে দেখা যায়। এতেই আতঙ্ক ছড়ায়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 04, 2024 6:46 PM IST