রাজীব চক্রবর্তী, নয়াদিল্লি : দিল্লির আবগারি নীতিতে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। তাঁর গ্রেফতারি কেন্দ্রীয় সরকারের চক্রান্ত দেখছে বিরোধীরা। কেন্দ্রীয় এজেন্সির বিরোধিতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছে ৯ টি বিরোধী দল। যদিও সেই তালিকায় ছিল না বামেরা। এবার প্রধানমন্ত্রী মোদিকে চিঠি দিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন। মনীশ সিসোদয়ার গ্রেফতারি কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার বলে মন্তব্য করেছেন তিনি।
চিঠিতে তিনি উল্লেখ করেছেন, "মনীশ সিসোদিয়া একজন নির্বাচিত জন প্রতিনিধি এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডাকে বারবার সাড়া দিয়ে তাঁদের সামনে হাজির হয়েছেন। যদি তদন্তে বাধা হয় তাহলে গ্রেফতার অবশ্যম্ভাবী হয়ে পড়ে। তবে এক্ষেত্রে এই পদক্ষেপ এড়ানো যেত।" তিনি চিঠিতে উল্লেখ করেছেন, মনীশ সিসদিয়ার বাড়ি এবং বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে নগদ টাকা বা অন্যান্য কিছু পাওয়া যায়নি। ফলে, সারাদেশে এমন একটি ধারণা তৈরি হয়েছে যে, রাজনৈতিক কারণেই টার্গেট করা হয়েছে দিল্লির উপমন্ত্রীকে এবং এই ধারণা খারিজ করা জরুরি।
আরও পড়ুন: বিরাট খবর! রাজ্যের শিক্ষায় যুক্ত হতে চায় ইউনেস্কো, মুখ্যমন্ত্রীকে চিঠি!
দুদিন আগেই তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ ৯টি বিরোধী দলের নেতা প্রধানমন্ত্রীকে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে চিঠি দেন। যদিও সেখানে নাম ছিল না কংগ্রেসেরও। কংগ্রেস ছাড়া অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের স্বাক্ষরিত প্রধানমন্ত্রীকে এই চিঠি ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে বিরোধী জোটের এক অন্য সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করা হচ্ছে। চিঠিতে বলা হয়েছে, বিরোধী রাজনৈতিক দলের নেতাদের হেনস্থা করতেই সিবিআই, ইডি-র মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের ব্যবহার করা হচ্ছে। কিন্তু দুর্নীতিতে অভিযুক্ত রাজনীতিক যাঁরা পরবর্তীতে বিজেপি-তে যোগ দিয়েছেন তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারী এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকেও নিশানা করা হয়েছে বিরোধীদের দেওয়া চিঠিতে। চিঠিতে রাজ্যপালের অফিসের বিরুদ্ধে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের কাজে হস্তক্ষেপের অভিযোগও করা হয়েছে।
আরও পড়ুন: দিল্লি গিয়েই ঘুম উড়ল অনুব্রতর, লক আপে পায়চারি করেই কাটল প্রথম রাত
বলা হয়েছে যে রাজ্যপালরা কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে ক্রমবর্ধমান বিভেদ সৃষ্টি করছেন। বিরোধী নেতারা দাবি করেছেন, কেন্দ্রীয় সংস্থাগুলির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। পাশাপাশি, এ নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন তাঁরা। দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার গ্রেফতারি নিয়ে রাজনৈতিক টানাপড়েনের মধ্যেই কংগ্রেস ছাড়া অন্য বিরোধী দলগুলির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠানো যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও এ রাজ্যের বিরোধী দল বিজেপি তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায়, "ওঁরা আতঙ্কিত, ভয় পেয়েই প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন।"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।