• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • কোঝিকোড়ে রানওয়েতে পিছলে গিয়ে দু’টুকরো Air India Express-এর বিমান !

কোঝিকোড়ে রানওয়েতে পিছলে গিয়ে দু’টুকরো Air India Express-এর বিমান !

ঘটনাস্থলেই মৃত্যু হয় বিমানের পাইলট ক্যাপ্টেন দীপক সাঠের ৷ পাশাপাশি আরও বেশ কয়েকজন যাত্রীর মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে ৷

ঘটনাস্থলেই মৃত্যু হয় বিমানের পাইলট ক্যাপ্টেন দীপক সাঠের ৷ পাশাপাশি আরও বেশ কয়েকজন যাত্রীর মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে ৷

ঘটনাস্থলেই মৃত্যু হয় বিমানের পাইলট ক্যাপ্টেন দীপক সাঠের ৷ পাশাপাশি আরও বেশ কয়েকজন যাত্রীর মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে ৷

 • Share this:

  #কোঝিকোড়: ঝমঝমিয়ে বৃষ্টি ৷ তার মধ্যেই চলছে বিমান ওঠানামা ৷ নিঃসন্দেহে পাইলটদের কাজটা যথেষ্ট কঠিনই হয়ে পড়ে এই ধরণের অবস্থায় ৷ অত্যাধুনিক প্রযুক্তির অটো পাইলট থাকেই ৷ কিন্তু বিমানবন্দরের জল ভর্তি পিচ্ছিল রানওয়েতে বিমানের চাকা স্কিড করলেই বিপদ ৷ ঠিক যেমনটা ঘটল শুক্রবার কোঝিকোড়ের কারিপুর বিমানবন্দরে ৷ অবতরণের সময় রানওয়েতে পিছলে গিয়ে প্রায় টুকরো হয়ে যায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের IX 1344 বিমানটি ৷ দুবাই থেকে এদিন আসছিল বিমানটি ৷ সন্ধ্যা ৭.৪০ মিনিট নাগাদ ঘটে দুর্ঘটনা ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় বিমানের পাইলটের ৷ পাশাপাশি ১৪ জন যাত্রীর মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে ৷ আহতের সংখ্যা ১২৩ ৷ যাঁদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর ৷

  গত কয়েকদিন ধরেই চলছে টানা বৃষ্টি ৷ দৃশ্যমানতা প্রায় নেই বললেই চলে ৷ বিমানবন্দরে বিমান ওঠানামাতেও যথেষ্ট সমস্যা হচ্ছে ৷ তার মধ্যেই শুক্রবার ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা ৷ কেরলের কোঝিকোড়ের কারিপুর বিমানবন্দরের রানওয়েতে পিছলে গেল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান ৷ দুবাই থেকে এদিন বিমানটি আসছিল ৷ এবং বিমানে দুই পাইলট, ৫ জন কেবিন ক্রু-সহ ছিলেন মোট ১৯১ জন ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় বিমানের ক্যাপ্টেন দীপক সাঠের ৷ তিনি ছিলেন ভারতীয় বায়ুসেনার প্রাক্তন পাইলট ৷ এয়ারবাস ৩১০ থেকে শুরু করে বহু বিমান ওড়ানোর অভিজ্ঞতা তাঁর ছিল ৷ কিন্তু এদিন প্রচণ্ড বৃষ্টিতে শেষরক্ষা করতে পারেননি তিনি ৷ রানওয়েতে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বোয়িং ৭৩৭ বিমানটি অবতরণের সময়ে পিছলে যায় ৷

  বিমান দুর্ঘটনার প্রথম ছবি দেখেই ভয় শিউরে উঠেছেন প্রত্যেকেই ৷ কারণ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানটি ভেঙে গিয়ে প্রায় দু-টুকরো হয়ে গিয়েছে ৷ সামনের অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ রানওয়ে জুড়ে পড়ে রয়েছে বিমানের ভেঙে যাওয়া বেশ কিছু অংশ ৷

  বিমানের ভিতর ১০ জন শিশু-সহ মোট ১৮৪ জন যাত্রী ছিলেন ৷ পাশাপাশি ৫ জন কেবিন ক্রু এবং দু’জন পাইলট ছিলেন ৷ দুর্ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারীর দল ৷ আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে ৷

  শুক্রবার দুবাই থেকে ১৯১ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমানটি কেরলের কোঝিকোড়ের উদ্দেশ্যে রওনা দেয় ৷ অবতরণের সময়েই ঘটে বিপত্তি ৷ দৃশ্যমানতা প্রায় ছিলই না ৷ বিমানবন্দরের ১০ নম্বর রানওয়েতে নামার পরেই স্কিড করে যায় বিমানের চাকা ৷ রানওয়ের একেবারে শেষপ্রান্ত পর্যন্ত গিয়েও বিমানটিকে থামাতে পারেননি পাইলট ৷ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের IX 1344 বিমানের বেশ কিছু যাত্রী দুর্ঘটনায় আহত হয়েছেন এবং তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

  Published by:Siddhartha Sarkar
  First published: