কোঝিকোড়ে রানওয়েতে পিছলে গিয়ে দু’টুকরো Air India Express-এর বিমান !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
ঘটনাস্থলেই মৃত্যু হয় বিমানের পাইলট ক্যাপ্টেন দীপক সাঠের ৷ পাশাপাশি আরও বেশ কয়েকজন যাত্রীর মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে ৷
#কোঝিকোড়: ঝমঝমিয়ে বৃষ্টি ৷ তার মধ্যেই চলছে বিমান ওঠানামা ৷ নিঃসন্দেহে পাইলটদের কাজটা যথেষ্ট কঠিনই হয়ে পড়ে এই ধরণের অবস্থায় ৷ অত্যাধুনিক প্রযুক্তির অটো পাইলট থাকেই ৷ কিন্তু বিমানবন্দরের জল ভর্তি পিচ্ছিল রানওয়েতে বিমানের চাকা স্কিড করলেই বিপদ ৷ ঠিক যেমনটা ঘটল শুক্রবার কোঝিকোড়ের কারিপুর বিমানবন্দরে ৷ অবতরণের সময় রানওয়েতে পিছলে গিয়ে প্রায় টুকরো হয়ে যায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের IX 1344 বিমানটি ৷ দুবাই থেকে এদিন আসছিল বিমানটি ৷ সন্ধ্যা ৭.৪০ মিনিট নাগাদ ঘটে দুর্ঘটনা ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় বিমানের পাইলটের ৷ পাশাপাশি ১৪ জন যাত্রীর মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে ৷ আহতের সংখ্যা ১২৩ ৷ যাঁদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর ৷
14 dead, 123 injured and 15 seriously injured in Kozhikode plane crash incident at Karipur Airport: Malappuram SP to ANI. #Kerala pic.twitter.com/QfFZxHDkVx
— ANI (@ANI) August 7, 2020
advertisement
গত কয়েকদিন ধরেই চলছে টানা বৃষ্টি ৷ দৃশ্যমানতা প্রায় নেই বললেই চলে ৷ বিমানবন্দরে বিমান ওঠানামাতেও যথেষ্ট সমস্যা হচ্ছে ৷ তার মধ্যেই শুক্রবার ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা ৷ কেরলের কোঝিকোড়ের কারিপুর বিমানবন্দরের রানওয়েতে পিছলে গেল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান ৷ দুবাই থেকে এদিন বিমানটি আসছিল ৷ এবং বিমানে দুই পাইলট, ৫ জন কেবিন ক্রু-সহ ছিলেন মোট ১৯১ জন ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় বিমানের ক্যাপ্টেন দীপক সাঠের ৷ তিনি ছিলেন ভারতীয় বায়ুসেনার প্রাক্তন পাইলট ৷ এয়ারবাস ৩১০ থেকে শুরু করে বহু বিমান ওড়ানোর অভিজ্ঞতা তাঁর ছিল ৷ কিন্তু এদিন প্রচণ্ড বৃষ্টিতে শেষরক্ষা করতে পারেননি তিনি ৷ রানওয়েতে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বোয়িং ৭৩৭ বিমানটি অবতরণের সময়ে পিছলে যায় ৷
advertisement
Heartbreaking. Capt Deepak Sathe was a former Air Force Pilot and also flew through Airbus 310 for air India before moving to air India express on the 737. Sathe won sword of honour at the AFA and was accomplished fighter pilot,he was HAL test pilot too. pic.twitter.com/z4kTnGugRN
— Anisha Dutta (@A2D2_) August 7, 2020
advertisement
বিমান দুর্ঘটনার প্রথম ছবি দেখেই ভয় শিউরে উঠেছেন প্রত্যেকেই ৷ কারণ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানটি ভেঙে গিয়ে প্রায় দু-টুকরো হয়ে গিয়েছে ৷ সামনের অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ রানওয়ে জুড়ে পড়ে রয়েছে বিমানের ভেঙে যাওয়া বেশ কিছু অংশ ৷

advertisement
বিমানের ভিতর ১০ জন শিশু-সহ মোট ১৮৪ জন যাত্রী ছিলেন ৷ পাশাপাশি ৫ জন কেবিন ক্রু এবং দু’জন পাইলট ছিলেন ৷ দুর্ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারীর দল ৷ আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে ৷
শুক্রবার দুবাই থেকে ১৯১ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমানটি কেরলের কোঝিকোড়ের উদ্দেশ্যে রওনা দেয় ৷ অবতরণের সময়েই ঘটে বিপত্তি ৷ দৃশ্যমানতা প্রায় ছিলই না ৷ বিমানবন্দরের ১০ নম্বর রানওয়েতে নামার পরেই স্কিড করে যায় বিমানের চাকা ৷ রানওয়ের একেবারে শেষপ্রান্ত পর্যন্ত গিয়েও বিমানটিকে থামাতে পারেননি পাইলট ৷ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের IX 1344 বিমানের বেশ কিছু যাত্রী দুর্ঘটনায় আহত হয়েছেন এবং তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 07, 2020 10:33 PM IST