১৪ মে থেকে এই রাজ্যগুলিতে প্রত্যেক রবিবার বন্ধ থাকবে পেট্রোল পাম্প

Last Updated:

সম্প্রতি জ্বালানি বাঁচানোর ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এবার সেই ডাকে সাড়া দিলেন দেশের পেট্রোল পাম্পগুলি

#নয়াদিল্লি: সম্প্রতি জ্বালানি বাঁচানোর ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এবার সেই ডাকে সাড়া দিলেন দেশের পেট্রোল পাম্পগুলি ৷ জ্বালানি বাঁচানোর উদ্দেশ্যে মে মাসের ১৪ তারিখ থেকে আটটি রাজ্যে প্রত্যেক রবিবার পেট্রোলপাম্পগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কনসর্টিয়াম অব ইন্ডিয়ান পেট্রলিয়াম ডিলার্স সংগঠন।
কনসর্টিয়াম অব ইন্ডিয়ান পেট্রলিয়াম ডিলার্স সংগঠনের এক সদস্য সুরেশ কুমার জানিয়েছেন, ‘রবিবার পাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত দু’বছর আগে নেওয়ার চিন্তা ভাবনা করা হয়েছিল ৷ কিন্তু তখন তেল মার্কেটিং কোম্পানিগুলি পুরো বিষয়টি আরও একবার ভেবে দেখার আবেদন জানিয়েছিল ৷ তবে এবার থেকে আমরা রবিবার পাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি ৷ ’
advertisement
সম্প্রতি মন কি বাত অনুষ্ঠানে তেল ও জ্বালানি বাঁচানোর আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ মোদিজির ডাকে সারা দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
advertisement
এই মুহূর্তে দেশজুড়ে ২০,০০০ পেট্রোল ও ডিজেল পাম্প প্রত্যেক রবিবার বন্ধ রাখা হবে ১৪ মে-র পর থেকে ৷ জানা গিয়েছে, তামিলনাড়ু, কেরল, কর্ণাটক, পুদুচেরি, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গনা, মহারাষ্ট্রে ও হরিয়ানা এই আট রাজ্যের পেট্রোল পাম্প রবিবার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
advertisement
কুমার জানিয়েছেন, রবিবার পাম্প বন্ধ রাখলে তামিলনাড়ুতে প্রায় ১৫০ কোটি টাকার লোকসান হবে বলে অনুমান করা হচ্ছে ৷ তবে সম্প্রতি রবিবারে বিক্রি  প্রায় ৪০ শতাংশ কমে গিয়েছে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
১৪ মে থেকে এই রাজ্যগুলিতে প্রত্যেক রবিবার বন্ধ থাকবে পেট্রোল পাম্প
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস !

  • পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement