টানা ১৫দিন অগ্নিমূল্য জ্বালানি, আজও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম
Last Updated:
আজও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। টানা ১৫দিন ধরে অগ্নিমূল্য জ্বালানি। আজ কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ৮০ টাকা ৯১ পয়সা।
#নয়াদিল্লি: আজও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। টানা ১৫দিন ধরে অগ্নিমূল্য জ্বালানি। আজ কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ৮০ টাকা ৯১ পয়সা। রবিবার ছিল ৮০ টাকা ৮৪ পয়সা। আজ কলকাতায় ডিজেলের দাম ৭১ টাকা ৭২ পয়সা। রবিবার ছিল ৭১ টাকা ৬৯ পয়সা।
পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধিতে, বাজার আগুন। মাছ-সবজি, ফল, সবকিছুরই দাম চড়া। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ খাদ্য ভবনে সংশ্লিষ্ট দফতরগুলির সচিবদের নিয়ে বৈঠকে বসছেন কৃষি বিপণনমন্ত্রী। থাকবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। বৈঠকে আলুর দাম নিয়ন্ত্রণ থেকে শুরু করে চড়া বাজার দর কীভাবে মোকাবিলা করা যায় তা নিয়ে আলোচনা হবে। এই পরিস্থিতিতে ফড়েরা যাতে মাথাচারা না দিতে পারে সেদিকেও নজর দেওয়া হবে।
advertisement
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 28, 2018 9:07 AM IST