‘মন্দা চললে কোট প্যান্ট জুটতো না, সবাই ধুতি ফতুয়া পরত’, অর্থনীতি নিয়ে মন্তব্য বিজেপি সাংসদের

Last Updated:

জামাকাপড় দেখেই বালিয়ার বিজেপি সাংসদ বীরেন্দ্র সিং মস্ত বুঝে গেলেন, দেশে অর্থনৈতিক সংকট তো নেই-ই, এমনকি কোনও আর্থিক মন্দাও চলছে না৷

#বালিয়া: জামাকাপড় দেখে সিএএ বিরোধী প্রতিবাদীদের চিনেছিলেন মোদি৷ এবার জামাকাপড় দেখেই বালিয়ার বিজেপি সাংসদ বীরেন্দ্র সিং মস্ত বুঝে গেলেন, দেশে অর্থনৈতিক সংকট তো নেই-ই, এমনকি কোনও আর্থিক মন্দাও চলছে না৷ কারণ, সত্যি যদি দেশে অর্থনৈতিক মন্দা চলত, তাহলে লোকে কোট প্যান্ট পরে ঘুরে বেড়াত না৷ সবাইকে ধুতি আর ফতুয়া পরতে হত৷
তিনি বললেন, ‘মন্দা চললে তো আমাদের জামা, প্যান্ট বা পাজামা কেনারই ক্ষমতা থাকত না৷ ধুতি ফতুয়া পরে আমরা ঘুরতাম৷ ভারত শুধু চারটি মেট্রো শহরের অর্থনীতির ওপর নির্ভরশীল নয়৷ ভারতের অর্থনীতি দাঁড়িয়ে আছে গ্রামের ওপর৷ গ্রাম্য কৃষি ব্যবস্থার সঙ্গেই ভারতের অর্থনীতি সবচেয়ে বেশি জড়িত৷ ব্যাঙ্কের হিসাব দেখলেও বোঝা যাবে গ্রামের মানুষ শহরের মানুষদের চেয়ে অনেক বেশি টাকা আমানত করে থাকেন৷ আর ভারতের কৃষি অর্থনীতি এখনও যথেষ্ট শক্তিশালী৷ আর সেটার ওপর নির্ভর করে বলাই যায়, ভারত মন্দার মুখে পড়েনি৷ ভারতের স্বাধীনতার পিছনেও গ্রাম ভারতের ভূমিকার কথা তিনি মনে করিয়ে দেন৷ বলেন, ভারতের গ্রামের মানুষরা যদি রুখে না দাঁড়াতেন, তাহলে ভারত এখনও হয় মুঘলদের বা বৃটিশদের দাসত্ব করে কাটিয়ে দিত৷
advertisement
অর্থনীতির খারাপ অবস্থা নিয়ে একের পর এক অযৌক্তিক কথা এর আগেও অনেক বিজেপির শীর্ষ নেতা বলেছেন৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছিলেন, পেয়াঁজ খান না বলে তিনি পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে কিছু বলতে পারবেন না৷ সেই ধারাই যে বিজেপি নেতারা বজায় রাখছেন তার প্রমাণ বিজেপির সাংসদও৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
‘মন্দা চললে কোট প্যান্ট জুটতো না, সবাই ধুতি ফতুয়া পরত’, অর্থনীতি নিয়ে মন্তব্য বিজেপি সাংসদের
Next Article
advertisement
Kolkata Waterlogged: ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
  • ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায় !

  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১০ জনের

  • বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?

VIEW MORE
advertisement
advertisement