Bihar Election Result: পটনাতে হাড্ডাহাড্ডি লড়াই, ভোজপুরে এগিয়ে মহাজোট, কোথায় কে এগিয়ে দেখে নিন
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
এক নজরে দেখে নিন কোথায় কে এগিয়ে
#পটনা: ফের কি মসনদে নীতীশ কুমার? না কি এবার তেজস্বীর তেজ? বুথ ফেরত সমীক্ষায় এগিয়ে বিরোধীদের মহাজোট। কিন্তু, গণনার পরে শেষ হাসি হাসবে কে? মঙ্গলে কার হবে মঙ্গল? নজর এখন বিহারে। চলছে গণনা ৷ এই মুহূর্তে গণনার প্রাথমিক ট্রেন্ডে বলছে কড়া টক্কর চলছে NDA ও মহাজোটে ৷ এমনকী পোস্টাল ব্যালেটেও দুই বাহুবলী জোটের মধ্যে ৫০-৫০ ভোট শেয়ার ইঙ্গিত ৷ তবে শেষ ল্যাপে বাজি মাত করবে কোন জন তা জানতে আরও কয়েক ঘণ্টার অপেক্ষা ৷ রাজধানী পটনার কথা বললে পটনা, বাঙ্কিপুর, দিঘা, কুমার ও অন্যান্য আসনে প্রতিযোগিতা বেশ শক্ত। এখানে বাঙ্কিপুরে এগিয়ে রয়েছে বিজেপির নীতিন নবীন। দিঘার আসনেও এগিয়ে রয়েছে বিজেপির সঞ্জয় চৌরাসিয়া। পটনার কুমহারার আসন থেকেও বিজেপি এগিয়ে রয়েছে।
বেলা ১১টা পর্যন্ত যা পরিস্থিত তাতে এনডিএর দখলে ১২৫টি আসন ৮ রাউন্ডের গণনার শেষে । মহাজোটের দখলে রয়েছে ১০৯ টি আসন। সেক্ষেত্রে বিজেপি একাই দখলে রেখেছে ৬৩ টি আসন ৷ শরিক জেডিইউ ৫৭ টি আসনে এগিয়ে। যদিও আরও কয়েক রাউন্ড গণনার পর হিসেব বদলাতেই পারে ৷ কোভিড বিধি মেনে গণনা হচ্ছে বলে ভোটের চূড়ান্ত ফলাফল বেরোতে কিছুটা বেশি সময় লেগে যাবে আজ ৷
advertisement
ভোজপুরের কথা বললে, ভোজপুরের সাতটি আসনের মধ্যে কোনওটিতেই বিজেপি বা এনডিএ প্রার্থী এখনও পর্যন্ত এগোতে পারেননি। ভোজপুরে, যেখানে আরজেডি বারাহারা এবং সন্দেশে এগিয়ে রয়েছে মহাজোট। তারারিতে এগিয়ে রয়েছে এবং আগিয়ানভেরও এগিয়ে রয়েছে। বাক্সরের রাজপুর আসন এগিয়ে কংগ্রেস প্রার্থীরা, এবং বিহার সরকারের মন্ত্রী সন্তোষ কুমার নিরালা দ্বিতীয় স্থানে রয়েছেন।
advertisement
তেজস্বী যাদবকে ঘিরে রাঘোপুর আসনে নজর টিকে রয়েছে। তাঁকে বিহারের ভাবী মুখ্যমন্ত্রী হিসাবে বিহারের এক্সিট পোলগুলি তুলে ধরেছিল। তবে দেখা যাচ্ছে রাঘোপুর আসনে তেজস্বী এগিয়ে মাত্র ৭০০ ভোটে। তাঁর ঝুলিতে সকাল সাড়ে নটা পর্যন্ত এসেছে ২৫১২টি ভোট।
advertisement
তেজ প্রতাপ দাঁড়িয়েছেন হাসানপুর থেকে। সমস্তিপুরের এই এলাকা থেকে তিনি এগিয়ে রয়েছেন। তবে সেভাবে উল্লেখযোগ্য কোনও পরিস্থিতি তৈরি হয়নি এখনও।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 10, 2020 11:15 AM IST