পাঠানকোটে এখনও তল্লাশি প্রক্রিয়া জারি
Last Updated:
পাঠানকোট বিমানঘাঁটিতে বুধবারও জঙ্গিদের খোঁজে তল্লাশি প্রক্রিয়া জারি রয়েছে ৷ চিরুনি তল্লাশি চালাচ্ছেন জওয়ানরা। মঙ্গলবার নতুন করে আর গোলাগুলির শব্দ শোনা না গেলেও কোনরকম ঝুঁকি না নিয়েই জঙ্গিদের খোঁজে অভিযান চলছে।
#পাঠানকোট: পাঠানকোট বিমানঘাঁটিতে বুধবারও জঙ্গিদের খোঁজে তল্লাশি প্রক্রিয়া জারি রয়েছে ৷ চিরুনি তল্লাশি চালাচ্ছেন জওয়ানরা। মঙ্গলবার নতুন করে আর গোলাগুলির শব্দ শোনা না গেলেও কোনরকম ঝুঁকি না নিয়েই জঙ্গিদের খোঁজে অভিযান চলছে। আকাশপথে হেলিকপ্টারেও চলছে নজরদারি। মঙ্গলবার ছয় জঙ্গিকেই নিকেশ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছিলেন সেনা কর্তৃপক্ষ। তল্লাশি চালিয়ে বিমানঘাঁটি সম্পূর্ণ নিরাপদ ঘোষণা না করা পর্যন্ত তল্লাশি এখন চলবে । বুধবার ঘটনাস্থলে যাবেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর। সঙ্গে থাকবেন বায়ুসেনা প্রধান অরূপ রাহা। থাকবেন সেনা প্রধান দলবির সিং সুহাগও। এনআইএ ডিজি শরদ কুমারও তিনটি জায়গায় পরিদর্শনে যাবেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 06, 2016 11:51 AM IST