পাঠানকোট কাণ্ডে এনআইএয়ের তল্লাশি গুরুদাসপুর ও অমৃতসরে
Last Updated:
পাঠানকোটকাণ্ডের জেরে তল্লাশি গুরদাসপুরের ৪টি ও অমৃতসরের ২টি জায়গায় তল্লাশি চালাচ্ছে এনআইএ ৷ সলবিন্দর সিং ও তাঁর ২ সঙ্গীর জেরায় যেসব তথ্য পাওয়া গিয়েছে, সেই তথ্যের ভিত্তিতেই তল্লাশি চালাচ্ছে এনআইএ ৷
#পঞ্জাব: পাঠানকোটকাণ্ডের জেরে তল্লাশি গুরদাসপুরের ৪টি ও অমৃতসরের ২টি জায়গায় তল্লাশি চালাচ্ছে এনআইএ ৷ সলবিন্দর সিং ও তাঁর ২ সঙ্গীর জেরায় যেসব তথ্য পাওয়া গিয়েছে, সেই তথ্যের ভিত্তিতেই তল্লাশি চালাচ্ছে এনআইএ ৷
এনআইএ সূত্রে খবর, গুরুদাসপুর এসপি সলবিন্দর সিংয়ের সবকটি বাড়িতেও চালানো হবে তল্লাশি ৷ সলবিন্দর সিংয়ের অমৃতসরের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন এনআইএ-র বিশেষ দল ৷ সলবিন্দরের অমৃতসরের বাড়িতে রয়েছেন তাঁর স্ত্রী ও ছেলে-মেয়ে ৷ সলবিন্দরের রাধুঁনি এবং ড্রাইভারের বাড়িতেও তল্লাশি চালাবেন এনআইএ আধিকারিকরা ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 21, 2016 11:49 AM IST