Uttar Pradesh news: ইদে রাস্তায় নামাজ পড়লেই বাতিল হয়ে যাবে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স! উত্তরপ্রদেশে নয়া ফতোয়া মেরঠের পুলিশ সুপারের
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Uttar Pradesh news: উত্তরপ্রদেশে ইদের আগে নয়া ফতোয়া জারি হলয় রাস্তায় নামাজ পড়লেই পড়তে হবে বিপাকে। বাতিল করে দেওয়া হবে পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স।
মেরঠ: উত্তরপ্রদেশে ইদের আগে নয়া ফতোয়া জারি হলয় রাস্তায় নামাজ পড়লেই পড়তে হবে বিপাকে। বাতিল করে দেওয়া হবে পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স। মেরঠের পুলিশ সুপার আয়ুশ বিক্রম সিং হুঁশিয়ারি দিয়েছেন, ইদের প্রার্থনা করতে হবে স্থানীয় মসজিদে গিয়ে বা ইদগাতে। কিন্তু রাস্তায় কেউ নামাজ পড়তে পারবেন না।
এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী এবং রাষ্ট্রীয় লোক দল নেতা জয়ন্ত সিং চৌধরি জানিয়েছেন, রাস্তায় নামাজ পড়লে যদি ফৌজদারি মামলা দায়ের করা হয় এবং তাঁদের পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স বাতিল হতে পারে। তারপরে আদালতের NOC ছাড়া নতুন পাসপোর্ট পাওয়া কঠিন হয়ে যাবে।
advertisement
advertisement
সামনেই ইদ। ইদের আগে এই সিদ্ধান্তে প্রশ্নের মুখে পড়েছে যোগী প্রশাসন। মেরঠের পুলিশের এসএসপি বিপিন তাড়া বলেন, জেলা এবং পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিকরা মিলে আলোচনায় বসছেন।
সেই সঙ্গে ইদ উপলক্ষে সারা দেশের মতোই উত্তরপ্রদেশেও নিশ্চিত করা হয়েছে নিরাপত্তা। পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে স্পর্ষকাতর জায়গা চিহ্নিত করা হয়েছে। অশান্তি এড়াতে ড্রোনের সাহায্যও নেওয়া হবে।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 28, 2025 5:48 PM IST