Indian Railways News: বাড়ির রান্না খাবার নিয়ে ট্রেনে চড়েন? একটা ভুলেই হতে পারে বিপদ, সতর্ক করল রেল
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
সম্প্রতি উত্তর মধ্য রেলের ঝাঁসি ডিভিশনে স্টেশন চত্বর এবং ট্রেনের কামরার ভিতরে নোংরা ছড়ানোর অভিযোগে রেকর্ড পরিমাণ জরিমানা আদায় করা হয়েছে৷
আইআরসিটিসি অথবা ট্রেন থেকে খাবার না কিনে অনেক যাত্রীই ট্রেন সফরের সময় বাড়ির থেকে তৈরি করে আনা খাবার খেতে পছন্দ করেন৷ কিন্তু ট্রেনে খাবার রান্না করে নিয়ে গেলেও একটি অসাবধনতার জন্য আপনি বিপদে পড়তে পারেন৷
রেল কর্তৃপক্ষের অভিযোগ, বহু যাত্রীই ট্রেন সফরের আগে বাড়ি থেকে বেশি বেশি করে খাবার তৈরি করে নিয়ে আসেন৷ অনেক ক্ষেত্রেই দেখা যায় সেই উচ্ছিষ্ট খাবার ট্রেনের কামরার ভিতরেই ইতিউতি ছড়িয়ে ফেলা রয়েছে৷
এই ধরনের ঘটনায় একদিকে যেমন ট্রেনের পরিষ্কার-পরিচ্ছন্নতা নষ্ট হয়, সেরকমই তা অন্যান্য যাত্রীদের বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়৷ দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি এ ভাবে উচ্ছিষ্ট খাবার পড়ে থাকলে কামরার ভিতরে পোকামাকড়ের উপদ্রবও বাড়ে৷ সবমিলিয়ে বিষয়টি অস্বাস্থ্যকরও৷
advertisement
advertisement
সম্প্রতি উত্তর মধ্য রেলের ঝাঁসি ডিভিশনে স্টেশন চত্বর এবং ট্রেনের কামরার ভিতরে নোংরা ছড়ানোর অভিযোগে রেকর্ড পরিমাণ জরিমানা আদায় করা হয়েছে৷ ৫১১৩ জন যাত্রীর থেকে জরিমানা বাবদ ১০ লক্ষ টাকারও বেশি আদায় করেছে রেল৷
রেল সূত্রে খবর, নির্দিষ্ট জায়গায় না ফেলে ট্রেনের কামরার ভিতরে উচ্ছিষ্ট খাবার ছড়িয়ে রাখলেও যাত্রীদের জরিমানা করতে পারে রেল৷ যদিও কোনওভাবেই যাত্রীদের বিরক্ত করা হবে না৷ কিন্তু রেল সফরের অভিজ্ঞতাকে আরও ভাল করার উদ্দেশ্যেই পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে কড়াকড়ি বাড়ানো হচ্ছে৷ খাবার ফেলার ক্ষেত্রেও যা প্রযোজ্য৷ বিশেষত বাড়ি থেকে খাবার রান্না করে আনলে যাত্রীদের আরও সতর্কতা অবলম্বন করতে হবে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 11, 2025 7:32 PM IST