Indian Railways: যে কোনও স্টেশন থেকে ধরতে পারবেন দূরপাল্লার ট্রেন! নিয়মে বড়সড় বদল IRCTC-র

Last Updated:

Irctc Ticket Booking: নিয়মে বড় বদল করল Irctc. এবার বোর্ডিং স্টেশন বদলাতে পারবে যাত্রী নিজেই। জেনে নিন নিয়ম।

একটি ছোট আসনের জন্য হাজার হাজার মানুষ একসঙ্গে চেষ্টা করে বিভিন্ন জায়গা থেকে। অনেক সময় আপনি টিকিটের জন্য বিবরণ লিখছেন হয়তো, দেখা গেল তখনই টিকিট শেষ হয়ে গিয়েছে। আপনাকে ফিরতে হল খালি হাতে।
একটি ছোট আসনের জন্য হাজার হাজার মানুষ একসঙ্গে চেষ্টা করে বিভিন্ন জায়গা থেকে। অনেক সময় আপনি টিকিটের জন্য বিবরণ লিখছেন হয়তো, দেখা গেল তখনই টিকিট শেষ হয়ে গিয়েছে। আপনাকে ফিরতে হল খালি হাতে।
#নয়াদিল্লি: রেলযাত্রীদের জন্য সুখবর। এবার আপনি যে রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে চড়বেন বলে বুকিং করেছিলেন, তার বদলে যে কোনো স্টেশন থেকে ট্রেন ধরতে পারবেন। এর জন্য রেল আপনাকে কোনো জরিমানা করবে না। বোর্ডিং স্টেশন পরিবর্তন করতে আপনাকে টিকিটে পরিবর্তন করতে হবে। সেটা না করলে কিন্তু আপনাকে জরিমানা করা হতে পারে।
কখনও কখনও হঠাৎ বোর্ডিং স্টেশন পরিবর্তন করার প্রয়োজন হয়। অনেক সময় বোর্ডিং স্টেশন যাত্রীর নাগালের থেকে অনেক দূরে হওয়ায় ট্রেন মিস হওয়ার ভয়ও থাকে। অতএব, যদি ট্রেনটি যাত্রীর নাগালের কাছাকাছি স্টেশনে থামে, তবে যাত্রীর পক্ষেও সুবিধা। আর তাই এবার বোর্ডিং স্টেশন টিকিটে সংশোধন করা যেতে পারে।
আরও পড়ুন- মদের বোতল নিয়ে সটান সংসদে হাজির এই সাংসদ, কেন?
যাত্রীদের প্রয়োজনের কথা মাথায় রেখে IRCTC বোর্ডিং স্টেশন পরিবর্তন করার সুবিধা দেযবে। IRCTC-র এই সুবিধা একমাত্র অনলাইনে ট্রেনের টিকিট বুক করা যাত্রীরাই পাবেন। ট্রাভেল এজেন্ট বা যাত্রী সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে করা যাত্রীরা এই সুবিধা পাবেন না।
advertisement
advertisement
ট্রেন ছাড়ার ২৪ ঘন্টা আগে পরিবর্তন করতে হবে-
যে কোনও যাত্রী তাঁর বোর্ডিং স্টেশনে পরিবর্তন করতে পারবেন। তবে সেটা তাঁকে ট্রেন ছাড়ার ২৪ ঘন্টা আগে অনলাইনে পরিবর্তন করতে হবে। IRCTC-এর অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, যাত্রী একবার তাঁর বোর্ডিং স্টেশন পরিবর্তন করে ফেললে আর আগের বোর্ডিং স্টেশন থেকে ট্রেন ধরতে পারবেন না।
advertisement
আরও পড়ুন- এ বার আফস্পা তুলে নেওয়ার দাবি জানাবে নাগাল্যান্ড সরকার, খবর রাজ্য সরকার সূত্রে
মনে রাখবেন, যে কোনও ট্রেন যাত্রী বোর্ডিং স্টেশন পরিবর্তন না করে অন্য স্টেশন থেকে ট্রেন ধরলে তাঁকে জরিমানা দিতে হবে। পাশাপাশি বোর্ডিং পয়েন্ট এবং সংশোধিত বোর্ডিং পয়েন্টের মধ্যে ভাড়াও দিতে হবে। IRCTC-র নিয়ম অনুযায়ী, বোর্ডিং স্টেশনে পরিবর্তন একবারই করা যেতে পারে। এবার জেনে নিন কীভাবে আইআরসিটিসি থেকে বুক করা অনলাইন টিকিটে বোর্ডিং স্টেশন পরিবর্তন করতে পারেন-
advertisement
১. প্রথমে IRCTC-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান
২. লগইন আইডি এবং পাসওয়ার্ড লিখুন এবং তারপর 'বুকিং হিস্ট্রি'-তে যান।
৩. আপনার ট্রেন নির্বাচন করুন এবং 'চেঞ্জ বোর্ডিং পয়েন্ট'-এ যান।
৪. একটি নতুন পেজ খুলবে, ড্রপ ডাউনে সেই ট্রেনের জন্য নতুন বোর্ডিং স্টেশন নির্বাচন করুন৷
৫. নতুন স্টেশন নির্বাচন করার পর সিস্টেম কনফার্ম কিনা জিজ্ঞাসা করবে। এবার আপনি 'OK'-তে ক্লিক করুন।
advertisement
৬. বোর্ডিং স্টেশন পরিবর্তন করার পর একটি এসএমএস আপনার মোবাইলে আসবে।
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railways: যে কোনও স্টেশন থেকে ধরতে পারবেন দূরপাল্লার ট্রেন! নিয়মে বড়সড় বদল IRCTC-র
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement