Nagaland Unrest: এ বার আফস্পা তুলে নেওয়ার দাবি জানাবে খোদ নাগাল্যান্ড সরকার, খবর রাজ্য সরকার সূত্রে
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Nagaland To Ask Centre To Cancel AFSPA: ইতিমধ্যে এই ঘটনার প্রেক্ষিতে নাগাল্যান্ডের ঐতিহ্যবাহী হর্নবিল উৎসব বাতিল করে দেওয়া হয়েছে।
#কোহিমা: নাগাল্যান্ডে Nagaland) জঙ্গি সন্দেহে সেনার চালানো গুলিতে ১৪ জন সাধারণ গ্রামবাসীর মৃত্যু নিয়ে এ বার সরব নাগাল্যান্ড সরকার। সোমবারই লোকসভায় ঘটনা নিয়ে লিখিত বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তবে তার পরেও সমান তালে কেন্দ্রকে আক্রমণ করে গিয়েছে বিরোধী দলগুলি। একাধিক দাবির মধ্যে উত্তর-পূর্বে আফস্পা ( Armed Force Special Power Act) তুলে নেওয়ার দাবি উঠতে থাকে সব মহল থেকে। এ বার উত্তর-পূর্বের রাজ্য থেকে আফস্পা(AFSPA) তুলে নেওয়ার দাবি করার কথা জানাবে সে রাজ্যের সরকারও। মঙ্গলবার এমনই খবর এসেছে নাগাল্যান্ড সরকার সূত্রে।
ইতিমধ্যে এই ঘটনার প্রেক্ষিতে নাগাল্যান্ডের ঐতিহ্যবাহী হর্নবিল উৎসব বাতিল করে দেওয়া হয়েছে। এই উৎসবে দেশ-বিদেশ থেকে বিভিন্ন পর্যটকরা আসতেন, অংশগ্রহণ করত বিভিন্ন আদিবাসী সম্প্রদায়, সবই এ বারের মতো বন্ধ থাকছে। এই সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে জানানোর পর জরুরি বৈঠকে নাগাল্যান্ড সরকারের মন্ত্রিসভা। সেখানেই আফস্পা সরিয়ে দেওয়ার দাবি তোলার কথা বলা হয়। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী সরাসরি বলেন, আফস্পা সরিয়ে নিতেই হবে, কারণ এই বাহিনীর কারণে রাজ্য দীর্ঘদিন ধরে যন্ত্রণা ভোগ করছে। পাশাপাশি, মৃত গ্রামবাসীদের শেষকৃত্যে এসে তিনি বলেন, দেশের ইতিহাসে এক কালো দাগ পড়ে গেল এই ঘটনায়। একই ভাবে আফস্পা সরিয়ে নেওয়া কথা উঠে আসতে থাকতে বিজেপি-র অন্দর থেকেও। একই দাবি তোলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা।
advertisement
advertisement
সোমবার সংসদে দেওয়া বিবৃতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই ঘটনায় শোক প্রকাশ করছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি, এটাও বলা হচ্ছে যে একটি গাড়ি থামাতে বলা হয়েছিল, সেটি না থামানোতেই গুলি চালায় সেনা। ভুল করে গুলি চালানো হয়েছে, একটা ভুল বোঝাবুঝি হয়েছে, সেই কারণেই এই ঘটনা ঘটে গিয়েছে। এই বিষয়ে সেনার তরফে উচ্চপর্যায়ের তদন্ত করা হবে এই ঘটনার।
advertisement
আপাতত বিতর্কিত আফস্পা কার্যকর আছে নাগাল্যান্ড, অসম, মণিপুর (ইম্ফলের সাতটি বিধানসভা ক্ষেত্রে বাদে), আংশিক অরুণাচল প্রদেশে। এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে জম্মু-কাশ্মীর, ত্রিপুরা ও মেঘালয়কে। এই আইনের বলে সেনা সামান্য সন্দেহের কারণেই গ্রেফতার করা বা গুলি চালানোর বড় পদক্ষেপ নিতে পারে। এই নিয়ে দীর্ঘ দিন ধরেই নাগরিক সমাজ, মানবাধিকার কর্মী প্রতিবাদ করে আসছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 07, 2021 1:07 PM IST