ফের জামিনের আবেদন খারিজ! পার্থ-সহ সাতজনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত

Last Updated:

১২ ডিসেম্বর পর্যন্ত পার্থ-সহ ৭ জনের জেল হেফাজতের নির্দেশ দিলেন আলিপুর আদালতের বিচারক রানা দাম।

ফের বেকায়দায় পার্থ, ফাইল ছবি
ফের বেকায়দায় পার্থ, ফাইল ছবি
ফের অস্বস্তিতে পার্থ৷ সোমবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করল আদালত।  নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়-সহ ৭ জন জামিনের আবেদন করেন। যার বিরোধিতা করেছে সিবিআই। এদিন প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী সওয়াল করেন, তাঁর মক্কেলের নাম নিয়োগ দুর্নীতি মামলার এফআইআরে নেই, তাই তাঁকে জামিন দেওয়া হোক। তবে তাতেও কাজের কাজ হয়নি কিছুই৷
গত ২২ জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। পরবর্তীকালে জেল হেফাজতে থাকাকালীন সিবিআই তাঁকে ‘শোন অ্যারেস্ট’ করে। আজ সিবিআইয়ের মামলার ভিত্তিতেই আদালতে পেশ করা হয় পার্থ সহ বাকিদের। তবে শেষরক্ষা হয়নি এবারেও৷ ১২ ডিসেম্বর পর্যন্ত পার্থ-সহ ৭ জনের জেল হেফাজতের নির্দেশ দিলেন আলিপুর আদালতের বিচারক রানা দাম। পার্থের আইনজীবীর প্রশ্ন, তদন্তের নামে আর কত দিন এ ভাবে বন্দি থাকতে হবে তাঁর মক্কেলকে। তাঁর কথায়, ‘‘কেন্দ্রীয় এজেন্সি সব ঠিক করছে না।’’
advertisement
advertisement
অন্যদিকে পার্থ কিন্তু এখনও দলের উপরেই আস্থা রাখছেন৷  আদালতে ঢোকার সময় পার্থ চট্টোপাধ্যায়কে সাংবাদিকরা প্রশ্ন করেন, পঞ্চায়েত ভোটে কে জিতবে? জবাবে দু' বার পার্থ বলেন, 'তৃণমূল, তৃণমূল৷' এই প্রথম নয়, এর আগেও জেল থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে বেরনোর সময়ও পার্থ দাবি করেছিলেন, তিনি দলের সঙ্গেই আছেন৷ বারংবার পার্থ এই ধরনের বার্তা দিলেও এখনও পর্যন্ত দলের পক্ষ থেকে তাঁর সম্পর্কে কোনও নমনীয় মনোভাব দেখায়নি৷ বিষয়টি বিচারাধীন বলেই এড়িয়ে গিয়েছেন দলের নেতারা৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ফের জামিনের আবেদন খারিজ! পার্থ-সহ সাতজনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement