• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • এফআইআর দায়ের হল জন আব্রাহাম-এর বিরুদ্ধে

এফআইআর দায়ের হল জন আব্রাহাম-এর বিরুদ্ধে

representational image

representational image

এফআইআর দায়ের হল জন আব্রাহাম-এর বিরুদ্ধে

 • Share this:

  #মুম্বই: বেশ অনেকদিন ধরেই বনিবনা হচ্ছিল না জন আব্রাহাম ও প্রযোজনা সংস্থা 'কৃআর্জ এন্টারটেনমেন্ট'-এর অধিকর্তা প্রেরণা অরোরার। জন আর ডায়না পেন্টি অভিনীত 'পরমাণু: দ্য স্টোরি অফ পোখরান' -এর সহ প্রযোজক 'কৃআর্জ এন্টারটেনমেন্ট'।

  এবার, মুম্বইয়ের খার থানায় এফআইআর দায়ের হল জন আব্রাহাম ও তাঁর প্রযোজনা সংস্থা 'জেএ এন্টারটেনমেন্ট'-এর বিরুদ্ধে। অভিযোগ দায়ের করে 'কৃআর্জ এন্টারটেনমেন্ট'।

  আরও পড়ুন-ইভ টিজিং-এর শিকার হলেন তব্বু

  পুলিশের তরফ থেকে জানানো হয়েছে,

  জন আব্রাহাম ও তাঁর সংস্থার বিরুদ্ধে রয়েছে বিশ্বাসভঙ্গ, কপিরাইট আইন লঙ্ঘন ও প্রতারণার অভিযোগ।

  এর আগে আব্রাহাম জানিয়েছিলেন, '' 'কৃআর্জ এন্টারটেনমেন্ট'-এর কাছ থেকে কখনও পেমেন্ট পেতে দেরী হয়েছে, কখনও বা বাকি থেকেছে পেমেন্ট। কাজেই, গতবছর নির্দিষ্ট শিডিউলে কাজ শেষ করার পরও, পোস্ট প্রোডাকশনের কাজে দেরী হচ্ছিল।" তিনি অফিশিয়ালি ঘোষণাও করেন, তাঁর প্রযোজনা সংস্থা 'জেএ এন্টারটেনমেন্ট' আর 'কৃআর্জ এন্টারটেনমেন্ট'-এর সঙ্গে কাজ করবে না।

  আরও পড়ুন-খুব তাড়াতাড়িই একসঙ্গে দেখা মিলতে চলেছে তিন খানের- শা্হ রুখ, সলমন আর আমির

  First published: