ইভ টিজিং-এর শিকার হলেন তব্বু
Last Updated:
ইভ টিজিং-এর শিকার হলেন অবুনেতা তব্বু। ঘটনাটি ঘটেছে যোধপুর এয়ারপোর্টে।
# যোধপুর, রাজস্থান: ইভ টিজিং-এর শিকার হলেন অবুনেতা তব্বু। ঘটনাটি ঘটেছে যোধপুর এয়ারপোর্টে।
এয়ারপোর্ট থেকে নিরাপত্তা রক্ষীদের কড়া বেষ্টনীতেই বেরচ্ছিলেন তব্বু। কিন্তু হঠাৎ করেই, একটি অজানা-অচেনা লোক, ক্ষিপ্র গতিতে নিরাপত্তা রক্ষীদের মধ্যিখান দিয়ে গলে নায়িকার একেবারে কাছে চলে আসেন। ঘটনাটি এত তাড়াতাড়ি এবং আচমকা ঘটে, যে এক মুহূর্তের জন্য নিরাপত্তা রক্ষীরাও যেন খেই হারিয়ে ফেলেন। কিন্তু, সঙ্গে সঙ্গেই সরিয়ে নেওয়া হয় লোকটিকে। এই ঘটনায় বিরক্ত অভিনেতা। কিন্তু তিনি এখনও কোনও আইনি অভিযোগ দায়ের করেননি।
advertisement
advertisement
১৯ সাল পুরনো একটি মামলার কারণেই বুম্বই থেকে যোধপুর গিয়েছিলেন তব্বু। ১৯৯৮ সালে, সুরজ বরজাতিয়ার ছবি, 'হাম সাথ সাথ হ্যায়'-এর শুটিং চলাকালীন তব্বু, সেফ, নীলম, সোনালীর সঙ্গে রাজস্থানের কোঙ্কনী অঞ্চলে শিকারে যান সলমন। গুলি করেন ২টি বিরল প্রযাতির কৃষ্ণশার হরিণ। হরিণ দু'টি সঙ্গে সঙ্গেই মারা যায়।
advertisement
এই ঘটনার পর, স্থানীয় বিষ্ণোই সম্প্রদায় ব্যাপক সরব হয়ে ওঠে। স্থানীয় ওই ব্যক্তির পাশাপাশি মামলা দায়ের হয় ওই ৫ অভিনেতার নামে। এই মামলার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হবে ৫ এপ্রিল।
Location :
First Published :
April 04, 2018 3:51 PM IST