Parliament: শীতকালীন অধিবেশনের আগে আজ সংসদে সর্বদলীয় বৈঠক! 'ঝড়' তোলার অপেক্ষায় তৃণমূল
- Reported by:Maitreyee Bhattacharjee
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Parliament: আগামিকাল, ১ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন।
নয়াদিল্লি: ঝোড়ো শীতকালীন অধিবেশন শুরুর আগে সর্বদলীয় বৈঠকে আজ শাসক বিরোধী দুই পক্ষই। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর ডাকে আজ ১১টায় শুরু হতে চলেছে সর্বদলীয় বৈঠক। বৈঠকের পর আজ বিকেলেই হবে দুই কক্ষের বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠক।
advertisement
আগামিকাল, ১ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন। ১২ রাজ্যে এসআইআর আবহে এই অধিবেশনে বিরোধীরা যে ঝড় তুলতে চলেছেন, তার ইঙ্গিত মিলতে শুরু করছে ইতিমধ্যেই।
advertisement
তৃণমূলের কংগ্রেসের তরফে এসআইআর নিয়ে আলোচনার সঙ্গে সঙ্গেই বকেয়ার দাবিও তোলা হবে বলে খবর। দলীয় সূত্রে খবর, তৃণমূলের চল্লিশেরও বেশি সাংসদ, কক্ষের ভিতরে এবং বাইরে সরব হবেন তাঁদের দাবি নিয়ে। কংগ্রেসও সুর চড়াবে ভোট চুরি ইস্যুতে।
advertisement
এই পরিস্থিতিতে ১৯ ডিসেম্বর পর্যন্ত সুষ্ঠুভাবে অধিবেশন পরিচালনাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ সরকার পক্ষের কাছে। এই চ্যালেঞ্জের মোকাবিলায় কোনও নয়া স্ট্র্যাটেজি নিয়ে আসে কিনা শাসক দল, সেটাই কিছুটা স্পষ্ট হবে আজকের দুই গুরুত্বপূর্ণ বৈঠকের পর।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 30, 2025 9:42 AM IST










