উত্তাল সংসদ, প্রসঙ্গ হেরাল্ড মামলা !

Last Updated:

ফের উত্তাল হয়ে উঠল সংসদ ৷ তবে এবার ‘অসহিষ্ণুতা’ বিতর্ক নয়, বরং ‘প্রতিহিংসার রাজনীতি’র অভিযোগ তুলে সংসদে সমালোচনার ঝড় তুলল কংগ্রেস ৷ এর সূত্রপাত হল কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খাড়গের হাত ধরেই ৷ ‘হেরাল্ড মামলা’য় সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধিকে আদালতের সমন পাঠানো নিয়ে প্রথম থেকেই বুধবার সংসদে ছিল চাপা উত্তেজনা ৷

#নয়াদিল্লি: ফের উত্তাল হয়ে উঠল সংসদ ৷ তবে এবার ‘অসহিষ্ণুতা’ বিতর্ক নয়, বরং ‘প্রতিহিংসার রাজনীতি’র অভিযোগ তুলে সংসদে সমালোচনার ঝড় তুলল কংগ্রেস ৷ এর সূত্রপাত হল কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খাড়গের হাত ধরেই ৷ ‘হেরাল্ড মামলা’য় সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধিকে আদালতের সমন পাঠানো নিয়ে প্রথম থেকেই বুধবার সংসদে ছিল চাপা উত্তেজনা ৷ সেই উত্তেজনার মধ্যে বারুদ দিলেন স্পিকার সুমিত্রা মহাজন ৷ সংসদ কক্ষে মল্লিকার্জুনকে বক্তব্য রাখতে না দেওয়ায় উত্তেজানর পারদ উঠল উর্ধ্বে ৷ অন্যদিকে রাজ্যসভার কাজও মুলতুবি হল একাধিক বার ৷
‘হেরাল্ড মামলা’কে কেন্দ্রবিন্দুতে রেখে বিরোধী দলের একটাই অভিযোগ, প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি সরকার ৷ রাহুল গান্ধিও বিজেপির দিকে ‘১০০ শতাংশ প্রতিহিংসার রাজনীতি’অভিযোগে আঙুল তুলেছেন ৷ অন্যদিকে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহের আয়ের সঙ্গতিহীন সম্পত্তি নিয়েই সরব হয় বিজেপি দল ৷ তার উপর বিরোধী দলের নেতাদের ‘হেরল্ড মামলা’ নিয়ে সংসদে আলোচনায় বাধা দেওয়া হলে বিক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস নেতারা ৷ অবস্থার গতি বিপদমুখি দেখে শেষমেশ স্পিকার বিরোধী নেতাদের সময় বেঁধে দেন আলোচনা করার৷ আপাতত, ক্ষোভ ও সমালোচনার চাপেই রয়েছে সংসদের অন্দরমহল ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
উত্তাল সংসদ, প্রসঙ্গ হেরাল্ড মামলা !
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement