Pariksha Pe Charcha 2020: এই অনুষ্ঠান আমার মন ছুঁয়ে গিয়েছে, বললেন প্রধানমন্ত্রী
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
পরীক্ষার আগে প্রধানমন্ত্রীর পেপ টক
#নয়াদিল্লি: পরীক্ষার আগে প্রধানমন্ত্রীর পেপ টক। আজ পরীক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে বার্তা দেবেন প্রধানমন্ত্রী। ই-মেল, অ্যাপ, ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায় পাঠানো বাছাই করা প্রশ্নের উত্তরও দেবেন নরেন্দ্র মোদি। সোমবার সকালে ১১টা থেকে তোলকোটরা স্টেডিয়ামে নরেন্দ্র মোদির পরীক্ষা পে চর্চা। প্রধানমন্ত্রীকে সরাসরি প্রশ্ন করার সুযোগ। অনেকেই জীবনের প্রথম বড় পরীক্ষা দেওয়ার মুখে। অন্যরা কেউ দ্বাদশ শ্রেণীর পড়ুয়া।
প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চা। এই নিয়ে তিনবার। প্রধানমন্ত্রী শুধু পরীক্ষার ভয় কাটানোর পথই দেখান না , জীবনে সাফল হওয়ার দিশাও দেখান। পরীক্ষা মে চর্চা ঘিরে ছাত্রছাত্রী থেকে অভিভাবক - সব মহলেই আগ্রহ তুঙ্গে।
Eagerly awaiting today’s #ParikshaPeCharcha2020!
It is always a delight to connect with India’s youth. Their energy and vibrancy are unparalleled. Today we would talk about numerous subjects relating to exams and even life beyond exams. Do watch this programme. pic.twitter.com/cP5MDMTGDs — Narendra Modi (@narendramodi) January 20, 2020
advertisement
advertisement
সারা ভারত থেকে প্রায় ২ হাজার ছাত্রছাত্রী এদিনের এই পরীক্ষা পে চর্চা ২০২০-তে অংশ নিতে চলেছেন। এঁদের মধ্যে বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হবে ৫০ জন বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের উপর৷ তাঁরা একটি আঁকা প্রতিযোগিতায় অংশ নেবে, যার মূল বিষয়বস্তু হল পরীক্ষার বাড়তি চাপ। সবচেয়ে সেরা আঁকাটি দেখানো হবে এই অনুষ্ঠানে।
advertisement
এছাড়াও একটি প্রবন্ধ প্রতিযোগিতা হবে, যাতে অংশ নেবে ১০৫০ জন পড়ুয়া। পাঁচটি বিষয়ের উপর তাদের প্রবন্ধ লিখতে হবে। এই প্রবন্ধ প্রতিযোগিতার ফলাফল অনুযায়ী যারা নির্বাচিত হবে, তারা সুযোগ পাবে প্রধানমন্ত্রীকে সরাসরি প্রশ্ন করার।
দেখুন LIVE
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 20, 2020 11:36 AM IST