হিন্দু বিধবারা সম্পত্তি দিতে পারেন বাপের বাড়ির আত্মীয়কেও, জানাল সুপ্রিম কোর্ট

Last Updated:

শীর্ষ আদালত জানিয়েছে, বাপের বাড়ির সদস্যরাও সম্পত্তির উত্তরাধিকারী হতে পারেন । পরিূবার শব্দটিকে এখানে বৃহত্তর অর্থে বিচার করা হয়েছে ।

#নয়াদিল্লি: বাপের বাড়ির আত্মীয়ও উত্তরাধিকারী, স্বামীহারা হিন্দু বিধবা চাইলে তাঁদেরও নিজের সম্পত্তির ভাগ দিতে পাবেন, এমনটাই জানাল দেশের শীর্ষ আদালত ।
গুরগাঁওয়ের এক হিন্দু বিধবার দায়ের করা একটি মামলায় এই রায় জানিয়েছে সুপ্রিম কোর্ট । শের সিং মারা গিয়েছিলেন ১৯৫৩ সালে । ওই জম্পতি ছিলেন নিঃসন্তান । ১৯৫৬ সালে হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী স্বামী সম্পত্তির অর্ধেকের অধিকারী হয়েছিলেন স্ত্রী জগনো । কোনও সন্তান না থাকায় নিজের ভাইপোদের সেই সম্পত্তি পারিবারিক সমঝোতার মাধ্যমে দান করেছিলেন ওই হিন্দু বিধবা । কিন্তু জগনোর স্বামীর ভাইয়ের উত্তরাধিকারীরা এর চ্যালেঞ্জ করে আদালতে মামলা দায়ের করেন । সেই মামলাতেই সুপ্রিম কোর্টে বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি আর সুভাষ রেড্ডির বেঞ্চ জানিয়েছে, হিন্দু উত্তরাধিকার আইনের ১৫(১)(ডি) ধারা অনুযায়ী, বাপের বাড়ির সদস্যরাও সম্পত্তির উত্তরাধিকারী হতে পারেন । পরিূবার শব্দটিকে এখানে বৃহত্তর অর্থে বিচার করা হয়েছে ।
advertisement
এই মামলার প্রতিটি ক্ষেত্রে বিচার্য বিষয় ছিল পারিবারিক সমঝোতার বিষয়টি । আবেদনকারীদের আইনজীবী জানিয়েছিলেন, যাঁরা সম্পত্তির উত্তরাধিকার পেয়েছেন, তাঁরা নেহাতই তাঁদের পরিবারের কাছে আগুন্তুক । কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, এ ক্ষেত্রে উত্তরাধিকারীদের আগুন্তুক হিসাবে গণ্য করা যাবে । পরিবার বলতে কী বোঝায় তা এ ক্ষেত্রে গুরুত্ব দিয়ে বিচার করা হয়েছে ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
হিন্দু বিধবারা সম্পত্তি দিতে পারেন বাপের বাড়ির আত্মীয়কেও, জানাল সুপ্রিম কোর্ট
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement