তেঁতুল জলে টয়লেট ক্লিনার মেশানোয় জেলে ফুচকাওয়ালা
Last Updated:
কিন্তু আপনি কী জানেন আপনার প্রিয় তেঁতুলগোলা জলের স্বাদ বাড়ানোর জন্য তা মেশানো হচ্ছে টয়লেট ক্লিনার ৷
#আমেদাবাদ: ফুচকা খেতে ভালোবাসেন ? বিকেলবেলায় বন্ধুদের সঙ্গে পাড়ার মোড়ে গিয়ে তেঁতুল জল দিয়ে ফুচকা খাওয়া কলকাতা শহরের এক চেনা ছবি ৷ কিন্তু আপনি কী জানেন আপনার প্রিয় তেঁতুলগোলা জলের স্বাদ বাড়ানোর জন্য তা মেশানো হচ্ছে টয়লেট ক্লিনার ৷ হ্যাঁ ! চেতন নানজি মারওয়ালি নামে এক ফুচকাওয়ালা স্বাদ বাড়াতে তেঁতুল জলে দিনের পর দিন মিশিয়ে আসচ্ছিলেন টয়লেট ক্লিনার ৷ ঘটনাটি গুজরাতের আমেদাবাদের ৷
২০০৯ সালে চেতনের নামে বিশেষ আদালতে অভিযোগ দায়ের করেছিল আমেদাবাদ পুরসভা ৷ শনিবার আদালতে চেতন দোষী প্রামাণ হওয়ায় তাকে ছ’মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে ৷
লালদরজা এলাকার বাসিন্দাদের কাছ থেকে পুরসভার কাছে একাধিক অভিযোগ জমা পড়ে চেতনের বিরুদ্ধে ৷ বেশ কয়েকজন জানায় যে চেতন কিছু একটা তেঁতুল জলে মেশাচ্ছেন ৷ স্থানীয়রা জানায় যে চেতন বেচে যাওয়া তেঁতুল জল রাস্তায় ফেলে যেতেন ৷ কিন্তু লক্ষ করে দেখা গিয়েছে যেখানে তেতঁুল ফেলা হত রাস্তার সেই জায়গাটি ক্ষতিগ্রস্ত হচ্ছিল ৷ এরপরই তার উপর সন্দেহ জাগে স্থানীয়দের ৷ এবং তারা পুরসভায় জানায় ৷
advertisement
advertisement
অভিযোগ পেয়ে পুরসভার একটি টিম তেঁতুল জল সংগ্রহ করে তা পরীক্ষা করে ৷ পরীক্ষায় জানা যায় যে তেঁতুল জলে অক্সালিক অ্যাসিড মেশানো হয়েছে যা টয়লেট ক্লিনার হিসেবে ব্যবহার করা হত ৷
মামলা দায়ের করার সাত বছর পর আদালত চেতনের সাজা ঘোষণা করেছে ৷ তবে চেতন দাবি করেছেন কোনও তথ্যই তাকে দোষী প্রামাণ করতে পারেনি ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 07, 2017 9:04 AM IST