আরও Reservation! ১৬% সরকারি সংরক্ষণের প্রস্তাব এ বার মারাঠাদের জন্য
Last Updated:
অবসরপ্রাপ্ত বিচারপতি এমডি গায়কোয়াড়ের নেতৃত্বে গঠিত কমিশনের পর্যবেক্ষণ, মহারাষ্ট্রের মোট জনসংখ্যার ৩০ শতাংশ মারাঠা হলেও, তাঁরা এখনও সামাজিক ও অর্থনৈতিক ভাবে পিছিয়ে রয়েছে৷
#মুম্বই: একটি দীর্ঘ হিংসাত্মক আন্দোলনের পর শেষমেশ জয়ের পথে! মারাঠাদের জন্য সরকারি ক্ষেত্রে ১৬ শতাংশ সংরক্ষণের প্রস্তাব দিল বিশেষ প্যানেল৷ এই প্রস্তাব পাস হলে, বর্তমানে মহারাষ্ট্রের মোট ৫২ শতাংশ সংরক্ষণের উপর আরও ১৬ শতাংশ চাপবে৷ যার নির্যাস, মোট সরকারি সংরক্ষণ দাঁড়াবে ৬৮ শতাংশ৷ প্রস্তাব পাস হলেই মারাঠারা সরকারি চাকরি ও অন্যান্য সুবিধায় বিশেষ অগ্রাধিকার পাবেন৷
আরও পড়ুন: জ্বলল ৪০টি বাস, চলল ভাঙচুর! সপ্তাহ শুরুতেই ফের তপ্ত 'মারাঠা-ভূম'
অবসরপ্রাপ্ত বিচারপতি এমডি গায়কোয়াড়ের নেতৃত্বে গঠিত কমিশনের পর্যবেক্ষণ, মহারাষ্ট্রের মোট জনসংখ্যার ৩০ শতাংশ মারাঠা হলেও, তাঁরা এখনও সামাজিক ও অর্থনৈতিক ভাবে পিছিয়ে রয়েছে৷ প্রস্তাবে বলা হয়েছে, পিছিয়ে পড়া সম্প্রদায়ের তকমা দিতে যে ২৫টি শর্ত লাগে, তার সবগুলিতেই মারাঠা সম্প্রদায় ভুগছে৷
advertisement
বর্তমানে মহারাষ্ট্রে সরকারি ক্ষেত্রে মোট ৫২ শতাংশ বিভিন্ন জাতি ও উপজাতির জন্য সংরক্ষিত৷ আগামী ১৫ দিনের মধ্যে মহারাষ্ট্রের মুখ্য সচিব ডি কে জৈনের কাছে এ বিষয়ে রিপোর্ট পেশ করবে কমিশন৷ নানা সাংবিধানিক প্রক্রিয়া শেষ করতে আরও ১৫ দিন নেবে সরকার৷ তারপর আগামী মন্ত্রিসভার বৈঠকে সিল করা রিপোর্টটি পেশ করা হবে৷ সূত্রের খবর, মহারাষ্ট্র বিধানসভার শীতকালীন অধিবেশনেই মারাঠা সংরক্ষণ বিল পাস করবে দেবেন্দ্র ফড়নবীশ সরকার৷
advertisement
advertisement
গত ১৫ মাস ধরে কমিশন গোটা রাজ্যের নানা অঞ্চলে ঘুরে মারাঠা সম্প্রদায়ের ২ লক্ষ সদস্যের অভাব অভিযোগ শুনেছে৷ ২৫ হাজার মারাঠা পরিবার সার্ভেতে অংশ নেন৷
আরও ভিডিও: সংরক্ষণ চাই! জ্বলছে মহারাষ্ট্র
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 15, 2018 12:53 PM IST