মৃত্যুমুখে এক বিষধর কোবরা, তারপর জওয়ানরা যা করলেন, দেখুন সুপার ভাইরাল ভিডিও
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
যে সাপের ভয়ে মানুষ কাঁপে তারই বাঁচামরা বড় প্রশ্ন...
#পঞ্চকুল্লা : আইটিবিপি -র (ITBP) জওয়ানদের হিমবীর বলা হয়৷ এঁদের দৃষ্টিশক্তি দারুণ হয়৷ জঙ্গলের মধ্যে যুদ্ধ করার সময় নকশাল ও আতঙ্কবাদীদের সঙ্গে লড়াই করতে পারেন৷ এঁরা নিজেদের বীরত্বের জন্য দারুণ বিখ্যাত৷ চিন ও ভারত সীমান্তে এঁরা পাহারার কাজ করেন৷ কঠিন শীতের মরশুমে এঁরা দেশের সীমান্ত নিরাপত্তার কাজে ব্রতী থাকেন৷ সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যা আইটিবিপি-র দারুণ কাজের পরিচায়ক৷ এই ভিডিও দেখে ফের ভারতীয় সেনার এই উইঙ্গের প্রশংসায় মেতেছে মানুষ৷
এই ভিডিও হরিয়াণার পঞ্চকুলা -র ন্যাশানাল ট্রেনিং সেন্টার ফর ড্রাগস অ্যানিমেল সেন্টার অর্থাৎ আইটিবিপি-ক ভেটারনারি হাসপাতালে জওয়ানরা একটি আহত কোবরার চিকিৎসা করেছেন৷ একটি মারাত্মক বিষধর কোবরা খারাপ ভাবে আহত হয়েছিল৷ তার বাঁচার সম্ভবনাও খুবই ক্ষীণ ছিল৷
advertisement
advertisement
সাপের রক্ত যদি বিষাক্ত হয়ে যায় তাহলে সাপের বেঁচে থাকা ভয়ের হয়ে যায়৷ এমনকি কীট পতঙ্গা যদি কামড়ায় তাহলে সে আর বাঁচতে পারে না৷ জওয়ানরা ওই সাপকে দেখতে পেয়ে তাকে পশু হাসপাতালে নিয়ে গিয়ে অস্ত্রোপচার করে৷
১৫ দিন পর্যবেক্ষণে রাখার পর তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়৷ এর কয়েকদিন আগেও আইটিবিপি-র জওয়ানরা হরিয়ানার পঞ্চকুলায় NTCD-A তে দুটি সম্বর হরিণকেও মৃত্যুর হাত থেকে বাঁচানো হয়েছিল৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 23, 2020 6:14 PM IST