আবাস যোজনা থেকে নাম বাদ, গোসা করে ইস্তফা তৃণমূল প্রধানের

Last Updated:

এই বিষয়ে পদত্যাগী প্রধানকে ফোন করা হলে তিনি দাবি করেন, শারীরিক অসুস্থতার কারণেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু, বর্তমানে পদত্যাগ পত্র প্রত্যাহার করার কথা ভাবছেন তিনি।

#দক্ষিণবঙ্গ: আচমকা পদত্যাগ করলেন পূর্ব মেদিনীপুরের পটাশপুর ২ নম্বর ব্লকের পঁচেট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান জ্যোৎস্না পট্টনায়ক। সূত্রের খবর, পটাশপুর ২ -এর বিডিও-র কাছে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
কিন্তু, হঠাৎ পদত্যাগের সিদ্ধান্ত কেন? পঁচেট ৪ নং গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান প্রণব করের মন্তব্য়, "জনপ্রতিনিধিদের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এমনকি, প্রধানের স্বামীর নামও প্রধান আবাস যোজনার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে। এর প্রতিবাদেই তিনি পদত্যাগ করেছেন।"
প্রণববাবুর দাবি, রীতিমতো মাটির বাড়িতে খড়ের ছাউনির নীচে সপরিবার বসবাস করেন তাঁদের প্রধান। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বাড়ি পাওয়ার ন্যায্য অধিকারী তিনি। কিন্তু তা সত্ত্বেও প্রধানের স্বামীর নাম ঊর্ধ্বতন নেতৃত্বের নির্দেশে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাতেই অভিমান হয়েছে  পঁচেট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের।
advertisement
advertisement
যদিও এই বিষয়ে পদত্যাগী প্রধানকে ফোন করা হলে তিনি দাবি করেন, শারীরিক অসুস্থতার কারণেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু, বর্তমানে পদত্যাগ পত্র প্রত্যাহার করার কথা ভাবছেন তিনি।
বিষয়টি নিয়ে অবশ্য কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, "তৃণমূলের প্রধানের মূল উদ্দেশ্য নিজের স্বার্থসিদ্ধি ও কাটমনি খাওয়া।" এদিকে, প্রধানের পদত্য়াগ সম্পর্কে কিছুই জানেন না বলে জানিয়েছেন পটাশপুর ২ নং ব্লকের বিডিও শঙ্কু বিশ্বাস।
advertisement
উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর কাঁথির জনসভায় দাঁড়িয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, "যাঁরা কাজ করতে পারছেন না, সেইসব প্রধান, উপপ্রধান বা জনপ্রতিনিধিরা পদত্যাগ করুন।"
এরপরেই পদত্য়াগ করতে দেখা যায়, কাঁথির মারিশদা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানকে। কিছুদিনের মধ্যেই কাঁথির দুলালপুর গ্রাম পঞ্চায়েতেও ইস্তফার হিড়িক পড়ে যায়। পদত্যাগ করেন নন্দীগ্রামের ভেকুটিয়া পঞ্চায়েতের প্রধানও। এর মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে পঁচেট ৪ নং গ্রাম পঞ্চায়েত প্রধানের পদত্যাগ করার খবর রটল।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আবাস যোজনা থেকে নাম বাদ, গোসা করে ইস্তফা তৃণমূল প্রধানের
Next Article
advertisement
West Bengal Weather Update: ফিরছে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! জাঁকিয়ে ঠান্ডা গোটা রাজ্যেই
ফিরছে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! জাঁকিয়ে ঠান্ডা গোটা রাজ্যেই
  • দক্ষিণবঙ্গে আগামী দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে

  • ফিরছে শীত

  • জাঁকিয়ে ঠান্ডা গোটা রাজ্যেই

VIEW MORE
advertisement
advertisement