ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের, নওসেরা সেক্টরে চলছে গুলি-গোলাবর্ষণ
Last Updated:
ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গুলি চালাল পাক সেনা ৷ রবিবার ভোর থেকে কাশ্মীরের রাজৌরি জেলার নওসেরা সেক্টরে সংঘর্ষ বিরতি ভেঙে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে ক্রমাগত ছুটে আসছে পাক গোলাগুলি ৷
#শ্রীনগর: ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গুলি চালাল পাক সেনা ৷ রবিবার ভোর থেকে কাশ্মীরের রাজৌরি জেলার নওসেরা সেক্টরে সংঘর্ষ বিরতি ভেঙে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে ক্রমাগত ছুটে আসছে পাক গোলাগুলি ৷ পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও ৷ তবে হতাহতের কোনও খবর নেই বলে সেনার তরফ থেকে জানানো হয়েছে ৷
ভারতের সার্জিক্যাল স্ট্রাইক উড়িয়ে দিলেও যুদ্ধের হুঙ্কার জারি রেখেছে পাকিস্তান। ভারতীয় সেনার সেই অপারেশনের পর থেকে নিয়ন্ত্রণরেখা বরাবর কোনও প্ররোচনা ছাড়াই ২৫ বারেরও বেশি যুদ্ধ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান ৷
এর আগে চলতি মাসের ৪ তারিখই নওসেরা সেক্টরে গুলি বর্ষণ করে পাক সেনা ৷ পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনীও। যদিও, কেউ হতাহত হয়নি। মনে করা হচ্ছে, সার্জিক্যাল স্ট্রাইকের বদলা নিতেই জঙ্গি অনুপ্রবেশ ঘটাতে চাইছে পাকিস্তান। তাই সংঘর্ষ বিরতি ভেঙে বারবার এমন হামলা চালানো হচ্ছে। এলাকা জুড়ে তল্লাশি চালানো হচ্ছে।
advertisement
advertisement
২ অক্টোবর বারামুলায় ক্যাম্পে হামলা চালায় এক দল জঙ্গি। গুরুদাসপুরে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টার পর , পুঞ্চেও গোলাগুলি ছোড়ে পাক সেনা। যদিও, প্রতিটি ক্ষেত্রেই জঙ্গিদের রুখে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
পাক জঙ্গিদের সাম্প্রতিক গতিবিধিতে রুখতে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণরেখায়।
গত মাসের ২৮ তারিখ নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানে সার্জিক্যাল অ্যাটাক চালায় ভারত ৷ গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গি ঘাঁটি, লঞ্চ প্যাড ৷ ভারতীয় সেনার হাতে নিকেশ বহু জঙ্গি ৷
Location :
First Published :
October 16, 2016 1:44 PM IST