‘ভোর পাঁচটায় উঠে ট্যুইট, পাকিস্তান নিজেই প্রমাণ দিয়েছে’, বালাকোট এয়ারস্ট্রাইক নিয়ে মোদির মন্তব্য

Last Updated:

জঙ্গি নিকেশের প্রমাণ চেয়ে সরব বিরোধীরা ৷

#নয়াদিল্লি: পুলওয়ামা হামলার প্রত্যাঘাত বালাকোটে জঙ্গি শিবিরে এয়ারস্ট্রাইক ৷ নির্বাচনের মুখে মোদির মাস্টারস্ট্রোক ৷ ভারতীয় বায়ুসেনার অভিযানে নিকেশ জঙ্গিরা ৷ কিন্তু জঙ্গি নিকেশের প্রমাণ চেয়ে সরব বিরোধীরা ৷ News18 Network Group এডিটর ইন চিফ রাহুল যোশীকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাত্‍‌কারে বিরোধীদের জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বলেন বালাকোটের প্রমাণ তো পাকিস্তান নিজেই দিয়েছে ৷
ভোটের আগে প্রধানমন্ত্রীর বার্তা ৷ নিউজ18 নেটওয়ার্ককে মোদির দ্বিতীয় সাক্ষাৎকার ৷ বালাকোট এয়ারস্ট্রাইক নিয়ে বিরোধীদের এক হাত নিলেন মোদি ৷ তিনি বলেন, ‘সংকটের সময় প্রমাণ চাইছে বিরোধীরা ৷ বিরোধীদের ভূমিকা দায়িত্বজ্ঞানহীন ৷ তাদের ভাষা শত্রুদের মনোবল যোগাচ্ছে ৷ এর আগেও অনেক যুদ্ধ হয়েছে ৷ সেসময় কেউ এমন মন্তব্য করেছে? কংগ্রেস ক্ষমতা পেতে মরিয়া ৷ ক্ষমতার লোভে নীচে নেমেছে তারা ৷ পাকিস্তান নিজেই যথেষ্ট প্রমাণ দিয়েছে ৷ না হলে ভোর পাঁচটায় উঠে ট্যুইট কেন?’
advertisement
বালাকোটে ভারতের হামলা আসলে ভোটের স্ট্র্যাটেজি ৷ বিরোধীদের এহেন অভিযোগের উত্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উত্তর,‘ভোট আর এয়ারস্ট্রাইক মেলানো ভুল ৷ বিরোধীরা পাকিস্তানের ভাষা বলছে ৷’ একইসঙ্গে বিরোধীদের এমন ভূমিকার তীব্র সমালোচনা করে মোদি বলেন, ‘যখন দেশের জওয়ানরা শত্রুর বিরুদ্ধে লড়ছে তখন বিরোধীদের এই ভাষা দেশের শক্রুর মনোবল বাড়ায় ৷ দেশের নিরাপত্তার কাজে নিয়োজিত জওয়ানদের মনোবলকে ভেঙে দেয় ৷’
advertisement
advertisement
কিভাবে হামলার সিদ্ধান্ত? এই প্রশ্নে News18 Network Group এডিটর ইন চিফ রাহুল যোশীকে মোদির উত্তর, ‘পুলওয়ামায় সিআরপিএফ-এর উপর জঙ্গি হামলার পরই যোগ্য জবাব দেওয়ার জন্য মনে মনে তৈরি ছিল গোটা ভারত সহ সেনাবাহিনী ৷ আমার বডি ল্যাঙ্গুয়েজ আর আমার ভাষা থেকেই বোঝা যাচ্ছিল তখন আমার ভিতরে কি চলছে ৷’ প্রধানমন্ত্রী মোদি হামলার পর থেকেই বলে আসছিলেন এবার পাকিস্তান বড় ভুল করেছে ৷
advertisement
একইসঙ্গে মোদি বলেন, তাড়াহুড়ো করে কোনও শর্টকাট রাস্তা তারা খুঁজছিলেন না ৷ সময় নিয়ে সেনার বিভিন্ন অফিসারদের সঙ্গে সঙ্গে দফায় দফায় বৈঠকের পরই বালাকোটে হামলার সিদ্ধান্ত নেওয়া হয় ৷
https://youtu.be/h0KXnhV7wSY
বাংলা খবর/ খবর/দেশ/
‘ভোর পাঁচটায় উঠে ট্যুইট, পাকিস্তান নিজেই প্রমাণ দিয়েছে’, বালাকোট এয়ারস্ট্রাইক নিয়ে মোদির মন্তব্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement