Pakistan Fraud Teacher: পাকিস্তান থেকে এসে ভারতে চুপচাপ বসেছিলেন মহিলা! ভুয়াে নথির সাহায্যে ৯ বছর ধরে করছিলেন সরকারি চাকরিও...

Last Updated:

Pakistan Fraud Teacher: পাকিস্তানের এক মহিলা জাল নথি এবং কাগজপত্রের মাধ্যমে চোখে ধুলো দিয়েছিলেন সবার। ৯ বছর ধরে একটি সরকারি স্কুলে শিক্ষক হিসাবে কাজ করেছিলেন তিনি। তারপর যা হল, বিস্তারিত জানুন...

পাকিস্তান থেকে এসে ভারতে চুপচাপ বসেছিলেন মহিলা! ভুয়াে নথির সাহায্যে ৯ বছর ধরে করছিলেন সরকারি চাকরিও...AI Image
পাকিস্তান থেকে এসে ভারতে চুপচাপ বসেছিলেন মহিলা! ভুয়াে নথির সাহায্যে ৯ বছর ধরে করছিলেন সরকারি চাকরিও...AI Image
বেরেলি: উত্তরপ্রদেশের বেরেলিতে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। এখানে জাল সার্টিফিকেট দিয়ে বেসিক এডুকেশন ডিপার্টমেন্টে সরকারি শিক্ষকের চাকরি পেয়েছেন এক পাকিস্তানি মহিলা। শুধু তাই নয়, তিনি প্রায় ৯ বছর ধরে কাজ করছেন এবং কেউ এটির কথা জানতেও পারেননি। গোপন অভিযোগের পর তদন্ত করা হলে পুরো বিষয়টি প্রকাশ্যে আসে। পরে ওই শিক্ষককে বরখাস্ত করা হয়। এছাড়া তার বিরুদ্ধে মামলাও হয়েছে।
ওই মহিলার নাম শুমায়লা খান, যিনি পাকিস্তানের বাসিন্দা। সুমায়লা খান গত ৯ বছর ধরে সরকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ৬ নভেম্বর ২০১৫ তে সরকারি চাকরি পেয়েছিলেন। তিনি রামপুর থেকে একটি জাল আবাসিক শংসাপত্র তৈরি করিয়েছিলেন। সরকারি চাকরি পাওয়ার পর এডুকেশন ডিপার্টমেন্ট থেকে তাকে পশ্চিম ফতেহগঞ্জের মাধোপুর প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ করা হয়।
advertisement
advertisement
বিষয়টি নিয়ে গোপন অভিযোগ পেয়েছিলেন ডিএম। তার ভিত্তিতে তিনি গোপন তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সম্প্রতি জেলা ম্যাজিস্ট্রেট একটি গোপন অভিযোগ পেয়েছিলেন। তার পরেই তদন্ত শুরু হয়। তদন্ত শেষে রামপুর সদরের এসডিএম সুমায়লা খানের আবাসিক শংসাপত্র খারিজ করে দেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রাথমিক শিক্ষা বিভাগ ওই মহিলাকে চাকরি থেকে বরখাস্ত করে। শুমায়লা খানের বিরুদ্ধে মামলাও হয়েছে।
advertisement
পাকিস্তানি নাগরিকের সরকারি শিক্ষক হওয়ার পর বিষয়টি জেলায় আলোচনার বিষয় হয়ে উঠেছে এবং শিক্ষা বিভাগ নিয়েও প্রশ্ন উঠছে। জাল রেসিডেন্স সার্টিফিকেটের সাহায্যে সুমায়লা খান শুধু চাকরিই পাননি, ৯ বছর ধরে বেতনও নিয়েছিলেন। তবে এখন সুমায়লা খানকে বরখাস্ত করে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়াও ওই মহিলাকে সমস্ত বেতন ফেরত দেওয়ার কথাও বলেছে অধিদপ্তর।
বাংলা খবর/ খবর/দেশ/
Pakistan Fraud Teacher: পাকিস্তান থেকে এসে ভারতে চুপচাপ বসেছিলেন মহিলা! ভুয়াে নথির সাহায্যে ৯ বছর ধরে করছিলেন সরকারি চাকরিও...
Next Article
advertisement
Suvendu Adhikari Challenges Mamata Banerjee: 'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
  • এবার ভবানীপুরে শুভেন্দু বনাম মমতা?

  • ভবানীপুরেও মমতাকে হারানোর হুঙ্কার শুভেন্দুর৷

  • নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ৷

VIEW MORE
advertisement
advertisement