২৬/১১ মুম্বই হামলার জঙ্গিদের স্বর যাচাইয়ে ব্যর্থ পাক পুলিশ

Last Updated:

২৬/১১ মুম্বই হামলার তদন্তে ধাক্কা ৷ জঙ্গিদের স্বরের নমুনা যাচাইয়ে ব্যর্থ পাকিস্তান পুলিশ ৷ পাকিস্তানে জেলবন্দী ৬ অভিযুক্তদের স্বরের নমুনা পাচ্ছে না ভারত। স্বরের নমুনা দিতে চেয়ে পাক সরকারের আবেদন খারিজ করল ইসলামাবাদ হাইকোর্ট। দীর্ঘ ৫ বছর পরও জঙ্গিদের স্বরের নমুনা যাচাই করতে পারেনি পাক তদন্তকারীরা। অভিযুক্তদের সম্মতি ছাড়াই স্বরের নমুনা পরীক্ষার আবেদন খারিজ করে দেয় পাকিস্তানের সন্ত্রাস বিরোধী আদালত। কেন এতদিনেও সেই সম্মতি আদায় করা গেল না, তা নিয়ে উপযুক্ত ব্যাখ্যা দিতে পারেনি পাক তদন্তকারীরা। তবে জঙ্গিদের স্বরের নমুনা না মেলায় ভারতে কার্যত থমকে যাবে ২৬/১১ হামলার তদন্তের কাজ।

#ইসলামাবাদ: ২৬/১১ মুম্বই হামলার তদন্তে ধাক্কা ৷ জঙ্গিদের স্বরের নমুনা যাচাইয়ে ব্যর্থ পাকিস্তান পুলিশ ৷  পাকিস্তানে জেলবন্দী ৬ অভিযুক্তদের স্বরের নমুনা পাচ্ছে না ভারত। স্বরের নমুনা দিতে চেয়ে পাক সরকারের আবেদন খারিজ করল ইসলামাবাদ হাইকোর্ট। দীর্ঘ ৫ বছর পরও জঙ্গিদের স্বরের নমুনা যাচাই করতে পারেনি পাক তদন্তকারীরা। অভিযুক্তদের সম্মতি ছাড়াই স্বরের নমুনা পরীক্ষার আবেদন খারিজ করে দেয় পাকিস্তানের সন্ত্রাস বিরোধী আদালত। কেন এতদিনেও সেই সম্মতি আদায় করা গেল না, তা নিয়ে উপযুক্ত ব্যাখ্যা দিতে পারেনি পাক তদন্তকারীরা। তবে জঙ্গিদের স্বরের নমুনা না মেলায় ভারতে কার্যত থমকে যাবে ২৬/১১ হামলার তদন্তের কাজ।
সংবাদসংস্থা সূত্রে খবর, পুলিশ ২০০৮ সালের মুম্বই হামলার অভিযুক্তদের গলার স্বর ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে থাকা রেকর্ড করা জঙ্গিদের কথোপকথনের সঙ্গে মিলিয়ে দেখতে চেয়েছিল ৷ তারপর সেটি অ্যান্টি টেররিস্ট কোর্টে প্রমাণ হিসেবে জমা দেওয়ার কথা ছিল ৷ কিন্তু পাকিস্তানের আইন অনুযায়ী, স্বর যাচাই করতে গেলে অভিযুক্তদের সম্মতি প্রয়োজন ৷ এর আগে ২০১২ সালের সেপ্টেম্বর মাসেও ইসলামাবাদ হাইকোর্ট এই মামলা সংক্রান্ত আরও দুটি আর্জি খারিজ করে দিয়েছিল ৷ এক, হামলার মাস্টারমাইন্ড ও ৬ জন অভিযুক্তর গলার স্বরের নমুনা যাচাই ৷ আর দুই, আজমল কাসব ও ফাহিম আনসারিকে এই মালার দু’জনেই পলাতক হিসেবে ঘোষণা করার দাবি ৷ কিন্তু আদালতে যখন এই মামলা শুনানি হয় সেই দিন প্রসিকিউশনের তরফে আদালতে কেউ উপস্থিত না থাকায় তা খারিজ করে দেওয়া হয় ৷ পরে অবশ্য এটা পুনর্বিবেচনা করা জন্য ফের আদালতে পিটিশন দায়ের করা হয় ৷
বাংলা খবর/ খবর/দেশ/
২৬/১১ মুম্বই হামলার জঙ্গিদের স্বর যাচাইয়ে ব্যর্থ পাক পুলিশ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement