#ইসলামাবাদ: পুলওয়ামা হামলার তথ্যপ্রমাণ সংক্রান্ত ডসিয়র ইসলামাবাদের হাতে তুলে দিয়েছিল ভারত। সেই ভিত্তিতে আজ প্রথমসারির প্রায় ৪৪ জন জইশ জঙ্গি সহ পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড মুফতি আবদুর রউফকে গ্রেফতার করেছে পাক সরকার, দাবি ইসলামাবাদের । এছাড়াও হামাদ আজহারকেও গ্রেফতার করে করেছে পাকিস্তান সরকার, জানিয়েছেন পাক অভ্যন্তরীণ মন্ত্রী শেহরিয়ার খান আফ্রিদি ।
#NewsAlert -- Pakistan arrests 44 people belonging to different banned organisations. Mufti Abdul Rauf and Hamad Azhar have also been arrested. Hamad Azhar is Masood Azhar’s brother and both names were included in India’s dossier: Minister and Home Secretary @ShehryarAfridi1 pic.twitter.com/YrZw9uX6Pl
— News18 (@CNNnews18) March 5, 2019
পুলওয়ামা হামলার দায় স্বীকার করেছিল জইশ-ই-মহম্মদ ও মুফতি, জইশ প্রধান মাসুদ আজহারের ভাই। ডসিয়রে দেওয়া তথ্য প্রমাণের ভিত্তিতেই সন্ত্রাস দমনে তৎপর হচ্ছে পাকিস্তান সরকার ও এই তথ্যপ্রমাণের ভিত্তিতেই আজ সুনজুয়ান সেনা ছাউনিতে গ্রেফতার করা হয়েছে রউফকে ।ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রকের মতে হামাদ ও রউফ-দু'জনের নামই উল্লেখ করা হয়েছিল ডসিয়রে ।
পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জল জানিয়েছেন পাক-সরকারের ব্ল্যাকলিস্টে থাকা সন্ত্রাসবাদী সংগঠনগুলির যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করেছে পাক সরকার ।