#শ্রীনগর: নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে আগ্রাসন দেখালেও শেষমেষ পিছু হঠতে বাধ্য হল পাক সেনারা ৷ ভারতীয় সেনাদের সামনে সাদা পতাকা দেখাতেও বাধ্য হলেন তারা ৷ সংবাদ সংস্থা ANI সূত্রে পাওয়া একটি ভিডিও এমনই দৃশ্য দেখা গিয়েছে ৷
ফের নিয়ন্ত্রণরেখায় পাক প্ররোচনা ৷ গত ১০-১১ সেপ্টেম্বর হাজিপুরে নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাক সেনারা ৷ তৎক্ষণাৎ পাল্টা জবাব দেন ভারতীয় সেনারা ৷ দু’পক্ষের তীব্র গোলাগুলি বর্ষণে মৃত্যু হয় পাক অধিকৃত কাশ্মীরে মোতায়েন এক পাক সেনার ৷ নিহতের নাম গুলাম রসুল ৷ তার দেহ উদ্ধারের চেষ্টায় নিকেশ আরও এক পাক জওয়ান ৷
দুই দিন ধরে চেষ্টা চালিয়েও দেহ উদ্ধারে ব্যর্থ হওয়ার পর ভারতীয় সেনার সামনে সাদা পতাকা তুলে ধরে সীমান্তে গুলি বর্ষণ বন্ধ করার আর্জি জানায় ৷ এরপরই তাদের আর্জির সম্মান রেখে গুলি চালানো বন্ধ করে ভারতীয় সৈনিকরা ৷ গুলিবর্ষণ বন্ধ হতেই সাদা পতাকা উড়িয়েই নিহত দুই জওয়ানের দেহ সীমান্তের ওপারে নিয়ে যায় পাকিস্তান সেনা ৷
#WATCH Hajipur Sector: Indian Army killed two Pakistani soldiers in retaliation to unprovoked ceasefire violation by Pakistan. Pakistani soldiers retrieved the bodies of their killed personnel after showing white flag. (10.9.19/11.9.19) pic.twitter.com/1AOnGalNkO
— ANI (@ANI) September 14, 2019
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ceasefire violation, India, India Pakistan, LOC, Pakistan Army