শিবসেনার চাপে বাতিল গুলাম আলির কনসার্ট

Last Updated:

শুক্রবার মু্ম্বইয়ের শানমুখনন্দ হলে পারফর্ম করার কথা ছিল প্রখ্যাত গজল শিল্পী গুলাম আলির ৷ তাঁর কনসার্ট দেখার জন্য গজলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ৷ কিন্তু তাঁদের সব আশায় জল ঢেলে দিলেন একটি রাজনৈতিক দলের নেতারা ৷ মহারাষ্ট্রে এখন বিজেপি-র সঙ্গে জোট সরকার গড়েছে শিবসেনা ৷ আর এই ক্ষমতা বলেই কনসার্ট শেষপর্যন্ত বাতিল করে দিলেন তাঁরা ৷

#মু্ম্বই: শুক্রবার মু্ম্বইয়ের শানমুখনন্দ হলে পারফর্ম করার কথা ছিল প্রখ্যাত গজল শিল্পী গুলাম আলির ৷ তাঁর কনসার্ট দেখার জন্য গজলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ৷ কিন্তু তাঁদের সব আশায় জল ঢেলে দিলেন একটি রাজনৈতিক দলের নেতারা ৷ মহারাষ্ট্রে এখন বিজেপি-র সঙ্গে জোট সরকার গড়েছে শিবসেনা ৷ আর এই ক্ষমতা বলেই কনসার্ট শেষপর্যন্ত বাতিল করে দিলেন তাঁরা ৷ গজল শিল্পী গুলাম আলির দোষ একটাই, তিনি পাকিস্তানী ৷ আর এর জন্য প্রথম থেকেই কনসার্ট বাতিল করার পক্ষে ছিল শিবসেনা ৷ শেষপর্যন্ত সেই কাজে সফল হলেন তাঁরা ৷ অনুষ্ঠানের সংগঠকরা এদিন শিবসেনার উধ্যব ঠাকরের সঙ্গে গিয়ে দেখাও করেন ৷ বেশ কিছুক্ষণ বৈঠকের পর অবশেষে অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হন তাঁরা ৷ শিবসেনার একটাই বক্তব্য, ‘ ওরা আমাদের দেশের সেনাদের হত্যা করছে ৷ আমরা কিছুতেই পাকিস্তানের সঙ্গে এখন সাংস্কৃতিক চুক্তি করতে পারি না ৷’ প্রয়াত গজল শিল্পী জগজিৎ সিং-এর স্মৃতিতেই এই কনসার্ট করার কথা ছিল গুলাম আলির ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
শিবসেনার চাপে বাতিল গুলাম আলির কনসার্ট
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement