Pak Boat in India: গুজরাতে ঢুকল পাক বোট, বড় ষড়যন্ত্র! ৬০২ কোটি টাকার যা মিলল, দেখে তাজ্জব হয়ে গেল বাহিনীও
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Pak Boat in India: ভারতে বিপুল পরিমাণ মাদক পাচারের চেষ্টা চলছে বলে খবর ছিল গোয়েন্দাদের কাছে।
নয়াদিল্লি: দেশে চলছে লোকসভা ভোট। এরই মধ্যে গুজরাত উপকূলে ধরা পড়ল মাদকবোঝাই পাকিস্তানি নৌকা। রবিবার গুজরাতের পোরবন্দর থেকে পাক নৌকাটি আটক করেছে সন্ত্রাসদমন শাখা ও এনসিবির যৌথ বাহিনী। গ্রেফতার করা হয়েছে ১৪ জন পাকিস্তানিকে।
ভারতে বিপুল পরিমাণ মাদক পাচারের চেষ্টা চলছে বলে খবর ছিল গোয়েন্দাদের কাছে। সেইমতো শনিবার রাত থেকে জোর তল্লাশি শুরু হয়। উপকূলরক্ষা বাহিনীর বিশেষ নজরদারি জাহাজ ও বিমান নিয়ে গুজরাতের বিরাট এলাকাজুড়ে তল্লাশি শুরু হয়।
advertisement
রবিবার দুপুরে পাকিস্তানি নৌকাটি ধরা পড়ে। ওই নৌকা থেকে সবমিলিয়ে মোট ৮৬ কেজি মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। মাদকের দাম প্রায় ৬০০ কোটি টাকা। মাদক বোঝাই নৌকাটিও আটক করা হয়েছে। নৌকায় থাকা ১৪ পাকিস্তানিকেও আটক করেছে সন্ত্রাসদমন শাখা ও এনসিবির যৌথ বাহিনী।
advertisement
জানা গিয়েছে, লোকসভা ভোটের আবহে ভারতে বিপুল পরিমাণ মাদক পাচারের চেষ্টা চলছে বলে খবর ছিল গোয়েন্দাদের কাছে। সেই সূত্র ধরেই শনিবার রাত থেকে শুরু হয় ব্যাপক তল্লাশি। উপকূলরক্ষা বাহিনীর বিশেষ নজরদারি জাহাজ ও বিমান নিয়ে গুজরাতের বিরাট এলাকাজুড়ে তল্লাশি শুরু হয়। অবশেষে রবিবার দুপুরে পাকিস্তানি নৌকাটি ধরা পড়ে। যদিও একাধিকবার নজরদারি এড়িয়ে পালাতে চেষ্টা করেছিল নৌকাটি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 28, 2024 8:20 PM IST