Pahalgam Terror Attack: পহেলগাঁও হামলার পর সীমান্তে পাকিস্তানের সামরিক তৎপরতা! জমা হচ্ছে একের পর এক পাক বিমান ও যুদ্ধসামগ্রী...

Last Updated:

Pahalgam Terror Attack: পহেলগাঁও-এ ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানের সামরিক তৎপরতা নজরে এসেছে। করাচি থেকে যুদ্ধবিমান সরিয়ে নেওয়া হচ্ছে লাহোর-রাওয়ালপিন্ডিতে। সীমান্তে উত্তেজনার সম্ভাবনা ফের জাগছে। 'Flight data' জল্পনা আরও উস্কে দিয়েছে...

পহেলগাঁও হামলার পর জম্মু ও কাশ্মীরের সীমান্তে পাকিস্তানের সামরিক তৎপরতা! জমা হচ্ছে বিমান ও যুদ্ধসামগ্রী... image - X
পহেলগাঁও হামলার পর জম্মু ও কাশ্মীরের সীমান্তে পাকিস্তানের সামরিক তৎপরতা! জমা হচ্ছে বিমান ও যুদ্ধসামগ্রী... image - X
নয়াদিল্লি: পহেলগাঁও-এ ভয়াবহ জঙ্গি হামলার পর, পাকিস্তান তাদের সামরিক বিমান ও বিভিন্ন যুদ্ধসামগ্রী ভারতের জম্মু-কাশ্মীর সীমান্তের কাছে সরিয়ে নিচ্ছে বলে দাবি উঠেছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট Flightradar24-এর তথ্যে দেখা গিয়েছে, করাচি থেকে পাকিস্তান এয়ার ফোর্সের বিমানগুলো লাহোর ও রাওয়ালপিন্ডির ঘাঁটির দিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই দুটি ঘাঁটি ভারতের সীমান্তের একেবারে কাছাকাছি।
মঙ্গলবার কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পহেলগাঁও-এ লস্কর-ই-তইবা-ঘনিষ্ঠ জঙ্গিরা পর্যটকদের উপর গুলি চালায়। ঘটনায় অন্তত ২৬ জন নিহত হন, যাদের মধ্যে বিদেশি পর্যটকও ছিলেন। আহত হয়েছেন বহু মানুষ। ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF) এই হামলার দায় স্বীকার করেছে।
advertisement
advertisement
এই ঘটনার পরপরই দুই দেশের মধ্যে সম্পর্কের শীতল স্রোত নতুন করে বইছে৷ পাকিস্তানের এমন আক্রমণের পর ভারত কী করে সেই অপেক্ষায় সবাই৷ অনেকে যুদ্ধের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না৷ ভারত চুপচাপ বসে থাকবে না, এটা ধরে নিয়ে আপাতত প্রবল সতর্ক পাকিস্তান৷ সীমান্তে তারা যুদ্ধ বিমান ও অন্যান্য যুদ্ধ সামগ্রী জড়ো করতে শুরু করছে৷ পাক সেনা যে ইতিমধ্যেই চঞ্চল হয়ে উঠেছে সেটাও পরিষ্কার Flightradar24-এর তথ্যে৷
advertisement
সোশ্যাল মিডিয়ায় অনেকে দাবি করছেন, এই তৎপরতার পেছনে পাকিস্তানের উদ্দেশ্য হল ভারতে উত্তেজনা ছড়িয়ে সীমান্তে সাময়িক সংঘর্ষ তৈরি করা, যাতে নিজেদের দেশে পোক্ত ভাবমূর্তি গড়া যায়। অনেকে একে ২০১৯ সালের বালাকোট আক্রমণের পর ভারতের বিরুদ্ধে প্রতিশোধের সম্ভাবনার সঙ্গে তুলনা করছেন।
advertisement
advertisement
ঠিক কী হয়েছিল ২০১৯-এ? সেই বছর ফেব্রুয়ারি মাসে ভারতের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ের উপর জইশ-ই-মহম্মদ আত্মঘাতী হামলায় চালিয়েছিল৷ নির্বিচার গুলি ও বিষ্ফোরণের কারণে ৪০ জন ভারতীয় জওয়ান শহিদ হয়েছিলেন। ভয়ঙ্কর এই ঘটনায় রীতিমতো তেতে উঠেছিল গোটা ভারত৷ সেই ঘটনার বদলা ভারত নিয়েছিল ২৬ ফেব্রুয়ারি৷ সেবার বালাকোটে জইশ ঘাঁটিতে বিমান হামলা চালিয়ে সবকিছু তছনছ করে দেয় তারা।
advertisement
এবারও কী প্রতিশোধের সম্ভাবনা? গোপন সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জঙ্গিরা পর্যটকদের ধর্ম জিজ্ঞাসা করে গুলি চালায়। ঘটনাস্থলের ভিডিওতে ভয়, আতঙ্ক এবং বিশৃঙ্খলা দেখা যায়।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Pahalgam Terror Attack: পহেলগাঁও হামলার পর সীমান্তে পাকিস্তানের সামরিক তৎপরতা! জমা হচ্ছে একের পর এক পাক বিমান ও যুদ্ধসামগ্রী...
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement