Pakistan Visa Cancel Impact: বাতিল ‘সার্ক’ ভিসা, বন্ধ আটারি-ওয়াঘা সীমান্ত, তাহলে পড়তে বা চিকিৎসার জন্য এদেশে আসা পাকিস্তানিদেরও কি ভারত ছাড়তে হবে?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Pakistan Visa Cancel Impact: ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আটারি-ওয়াঘা বর্ডার, যেখান থেকে দু’দেশের মানুষ যাওয়া-আসা করতেন, সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হল, চিকিৎসা করাতে, কিংবা পড়তে আসা পাকিস্তানিদেরও কি এবার ভারত ছাড়তে হবে?
Pakistan Visa Cancel Impact: কাশ্মীরে জঙ্গিদের হত্যালীলার পর কড়া পদক্ষেপ করেছে ভারত সরকার। পাকিস্তানের সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তি স্থগিত করে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হচ্ছে ওয়াঘা-আটারি সীমান্ত। পাকিস্তানিদের জন্য বাতিল করে দেওয়া হচ্ছে ‘সার্ক’ ভিসা। পাকিস্তানি দূতাবাসে থাকা প্রতিরক্ষা আধিকারিকদের ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে নয়াদিল্লি। এক সপ্তাহের মধ্যে তাঁদের ভারত ছাড়তে বলা হয়েছে। একই সঙ্গে কাশ্মীর জুড়ে হামলাকারী জঙ্গিদের খোঁজ শুরুও হয়েছে।
আরও পড়ুন– বন্ধ সব ভিসা, সিন্ধু জলচুক্তি স্থগিত, ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ !
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে, যাতে এই মুহূর্তে খুশি অধিকাংশ ভারতীয়ই। ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির মিটিংয়ের পর বিদেশ সচিব বিক্রম মিসরি স্পষ্ট বলেছেন যে পহেলগাঁও সন্ত্রাসী হামলার ‘লিঙ্ক’ সীমান্তের ওপার থেকে যুক্ত থাকার প্রমাণ ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। তাই না কোনও কূটনৈতিক সম্পর্ক থাকবে, না কোনও জনসম্পর্ক। ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আটারি-ওয়াঘা বর্ডার, যেখান থেকে দু’দেশের মানুষ যাওয়া-আসা করতেন, সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হল, চিকিৎসা করাতে, কিংবা পড়তে আসা পাকিস্তানিদেরও কি এবার ভারত ছাড়তে হবে?
advertisement
advertisement
ভারত আটারি ইন্টিগ্রেটেড চেক পোস্টকে অবিলম্বেই বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সরকার বলেছে যে যারা বৈধ নথির ভিত্তিতে এখানে এসেছেন, সেই পাকিস্তানিদের এই রুট থেকেই ১ মে ২০২৫-এর আগে নিজের দেশে ফিরে যেতে হবে। কিন্তু সবচেয়ে বড় সিদ্ধান্ত SAARC ভিসা স্কিম নিয়ে হয়েছে। এই স্কিমের মাধ্যমে অনেক পাকিস্তানি শিল্পী এবং ব্যক্তিত্ব প্রতি বছর ভারতে আসতেন।
advertisement
SAARC ভিসা স্কিম কী: ভারত SAARC ভিসা এক্সেম্পশন স্কিম (SVES) এর অধীনে পাকিস্তানি নাগরিকদের দেওয়া সমস্ত ভিসা বাতিল করেছে। এই স্কিমের অধীনে মাল্টি-এন্ট্রি ভিসা পাওয়া যেত, যার মাধ্যমে পাকিস্তানি নাগরিকরা আটারি-ওয়াঘা বর্ডার বা বিমানপথে ভারতে আসতে পারতেন। সিঙ্গল এন্ট্রির ভিসা থাকলে শুধুমাত্র আটারি বর্ডার থেকেই এন্ট্রি হত। কিন্তু মাল্টি-এন্ট্রি ভিসার ক্ষেত্রে দুবাই, আবুধাবি বা অন্যান্য দেশ থেকেও পাকিস্তানিরা বিমানপথে ভারতে আসতে পারেন। এখন এই স্কিমের অধীনে কোনও পাকিস্তানি ভারতে আসতে পারবেন না। যাদের কাছে SVES ভিসা আছেন এবং তাঁরা যদি বর্তমানে ভারতে রয়েছেন, তাহলে তাঁদের ৪৮ ঘণ্টার মধ্যে এই দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement

Jammu and Kashmir chief minister Omar Abdullah’s sons Zamir (left) and Zahir Abdullah attend a protest after tourists were killed, in Srinagar, Indian controlled Kashmir, Wednesday, April. 23, 2025. (AP Photo/Mukhtar Khan)
advertisement
অন্যান্য ভিসা ধারকদের কী হবে ?
যাদের কাছে স্টুডেন্ট, মেডিক্যাল, বা বিজনেস ভিসা আছে, বর্তমানে মনে করা হচ্ছে যে তাদেরও ভারত ছাড়তে হবে। এরা আটারি-ওয়াঘা বর্ডার থেকে এসেছিলেন এবং এই রুটেই তাদের ফিরে যেতে হবে। কিন্তু একটি বিষয় স্পষ্ট যে এখন একজন পাকিস্তানিও এই রুট থেকে ভারতে আসতে পারবেন না। সূত্রের মতে, সরকারের মনোভাব অত্যন্ত কঠোর। তাই মানবিক ভিত্তিতে ছাড় পাওয়া কঠিন মনে হচ্ছে।
advertisement
সম্পর্ক কি ভেঙে যাবে?
দিল্লিতে পাকিস্তানি দূতাবাসে প্রতিরক্ষা, নৌবাহিনী, এবং বায়ু উপদেষ্টাদের ‘Persona Non Grata’ ঘোষণা করা হয়েছে। তাদের এক সপ্তাহের মধ্যে ভারত ছাড়তে হবে। ভারত ইসলামাবাদে থাকা প্রতিরক্ষা, নৌবাহিনী, এবং বায়ু উপদেষ্টাদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। উভয় দেশের দূতাবাসে এই পদগুলি এখন বাতিল করা হয়েছে। উভয় দেশের কূটনৈতিক কর্মচারীর সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ করা হবে। তবে, সম্পর্ক পুরোপুরি ভাঙেনি। দূতাবাস এখনও খোলা থাকবে, কিন্তু কম ক্ষমতায় কাজ করবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 24, 2025 9:48 AM IST