Pahalgam Terror Attack: জঙ্গিদের ‘এন্ট্রি’-র সম্ভাব্য রুটগুলিতে ব্যাপক তল্লাশি ! স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু নিরাপত্তারক্ষীদের
- Reported by:Maitreyee Bhattacharjee
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
সিকিউরিটি এজেন্সির তদন্তকারী সংস্থা মনে করছে, স্থানীয় হ্যান্ডলাররা এই জঙ্গিদের সহযোগিতা করেছে প্রতি পদক্ষেপে। যাতে জঙ্গিরা সিকিউরিটি এজেন্সির নজর এড়িয়ে এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে পৌঁছে যেতে পারে, সেই রাস্তাই সহজ করে দিয়েছে তারা।
মৈত্রী ভট্টাচার্য, শ্রীনগর: জঙ্গিদের এন্ট্রির সম্ভাব্য রুটে ব্যাপক তল্লাশি এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু করেছেন নিরাপত্তারক্ষীরা ৷ সিকিউরিটি এজেন্সির তদন্তকারী সংস্থা মনে করছে, স্থানীয় হ্যান্ডলাররা এই জঙ্গিদের সহযোগিতা করেছে প্রতি পদক্ষেপে। যাতে জঙ্গিরা সিকিউরিটি এজেন্সির নজর এড়িয়ে এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে পৌঁছে যেতে পারে, সেই রাস্তাই সহজ করে দিয়েছে তারা। এমনকী, পহেলগাঁওয়ের বৈসরনে অপারেশন শেষ হওয়ার পরও জঙ্গলের পথ ধরে বের করাতে সহযোগিতা করে থাকতে পারে লোকাল হ্যান্ডলাররা। এমনটাই মনে করা হচ্ছে ৷ সেই হ্যান্ডলারদের খোঁজেই এখন চলছে ব্যাপক তল্লাশি অভিযান ৷
এদিকে পহেলগাঁওয়ে জঙ্গিদের হত্যালীলার পর থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। দু’দেশই একে অন্যের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ করার পাশাপাশি মৌখিক আক্রমণ শুরু করেছে। পাকিস্তানের মন্ত্রী হুঁশিয়ারির সুরে জানিয়েছেন, ১৩০টি পরমাণু অস্ত্র ভারতের দিকে তাক করা রয়েছে। ভারত এই মন্তব্যের পাল্টা কিছু না-বললেও কাশ্মীরে জঙ্গি দমন অভিযান আরও কঠোর করেছে। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হুঁশিয়ারির সুরে জানিয়েছেন, জঙ্গি হামলার কঠোর জবাব দেবে ভারত। এই পরিস্থিতিতে পহেলগাঁও হত্যাকাণ্ড পরবর্তী পরিস্থিতি কোন দিকে এগোয়, ভারত পাকিস্তানের বিরুদ্ধে কঠোর কোনও পদক্ষেপ করে কি না, এই সমস্ত দিকে এখন নজর থাকবে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Srinagar,Jammu and Kashmir
First Published :
Apr 28, 2025 9:48 AM IST










