Pahalgam Attack Update: পহেলগাঁওতে সেদিন জ*ঙ্গিদের জঙ্গলের পথ চিনিয়েছিল কে জানেন? অবশেষে সে পুলিশের জালে!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Pahalgam Attack Update: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় জ*ঙ্গি হামলার পাঁচ মাস পর বুধবার গ্রেফতার হল জ*ঙ্গিদের এক সঙ্গী। বয়স মাত্র ২৬ বছর।
পহেলগাঁও: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় জঙ্গি হামলার পাঁচ মাস পর বুধবার গ্রেফতার হল জঙ্গিদের এক সঙ্গী। এদিন কাশ্মীরের কুলগ্রাম থেকে মহম্মদ ইউসুফ কাতারিয়া নামে ২৬ বছর বয়সি এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
কাতারিয়া জঙ্গিদের যাতায়াতে সাহায্য করেছিল বলে অভিযোগ। তাকে গ্রেফতার করার পর আদালতে পেশ করা হয়। আদালত তাকে ১৪ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। গত অগাস্টে ভূস্বর্গে ‘অপারেশন মহাদেব’ চালায় কাশ্মীর পুলিশ ও সেনার যৌথবাহিনী।
আরও পড়ুন: শুক্র থেকে বৃষ্টি বাড়বে, কলকাতা-সহ দক্ষিণের ১০ জেলায় নিম্নচাপ-ঘূর্ণাবর্তের চোখরাঙানি! আবহাওয়ার মন খারাপ করা আপডেট
সেই সময় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছিল। ওই অস্ত্রের সূত্র ধরেই মহম্মদ ইউসুফ কাতারিয়াকে চিহ্নিত করে গোয়েন্দারা। জানা গিয়েছে, কাতারিয়া চুক্তিভিত্তিক চাকরিতে কাজ করত। পাশাপাশি স্থানীয় শিশুদের পড়াত তিনি। পহেলগাঁও হত্যাকাণ্ডের কয়েক মাস আগেই সন্ত্রাসবাদীদের সংস্পর্শে আসে এই যুবক। এরপরেই তাদের আন্দোলনে সাহায্য করা শুরু করে।
advertisement
advertisement
আরও পড়ুন: পুরো সিনেমা! বাথরুম যাবে বলে ফালাকাটা থানায় এ কী কাণ্ড মহিলা আসামীর? ঘাম ছুটছে পুলিশের
এই গ্রেফতারিকে নিরাপত্তা বাহিনীর অন্যতম বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। কেন্দ্রীয় সরকার আগেই বলেছিল, পহেলগাঁও হামলায় যুক্ত প্রত্যেককে খুঁজে বের করাই তাঁদের প্রধান লক্ষ্য। ওই হামলার দায় স্বীকার করেছিল পাকিস্তান-ভিত্তিক লস্কর-ই-তইবার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF)।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 24, 2025 8:34 PM IST

